বিয়ের পর কী কী করতে হবে? শ্যালিকার চুক্তিতে রাজি হয়েই বিয়ের পিঁড়িতে বর

চুক্তি করে বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক : শ্যালিকার সঙ্গে চুক্তিতে রাজি হলেন বর। বিয়ের পর কী কী করতে হবে তাঁকে? জানুন আসল ঘটনা। বিয়ের আগেই হাজির চুক্তিপত্র। যাতে রাজি না হলে বিয়ে করতে পারবেন না বর। অগত্যা শ্যালিকার চুক্তিতে স্বাক্ষর করেই ছাদনাতলায় গেলেন বর। হ্যাঁ, শুনতে অদ্ভূত লাগলেও নেটদুনিয়ায় এমনই এক বিয়ের দৃশ্য সামনে এসেছে।

চুক্তি করে বিয়ে

আজকাল বিয়ের বিভিন্ন ধরনের অদ্ভূত ঘটনা নজরে আসে। কখনও বিয়ের মণ্ডপে বর-কনের হাতাহাতি, আবার কখনও শ্বশুরের কাছে পণ চাইতে গিয়ে বাবার হাতে বরের জুতোপেটা। কিন্তু বিয়ের আগেই কখনও বরকে চুক্তিতে স্বাক্ষর করত দেখেছেন? তাও আবার শ্যালিকার সঙ্গে! হ্যাঁ, ঠিকই পড়ছেন। সম্প্রতি এমনই একটি বিয়ের ঘটনা সকলের নজর কেড়েছে। যেখানে শ্যালিকার ইয়াবড় এক চুক্তিপত্রে স্বাক্ষর করলেই বিয়ের অনুমতি ছিল বরের। নেটপাড়ায় ভাইরাল হয়েছে সেই বিয়ের ভিডিও।

বিয়ের মানেই জীবনের এক নতুন অধ্যায় শুরু। এক অভিনব উপায়ে কনের নতুন জীবনের শুভকামনা জানাতে চেয়েছিলেন তাঁর বন্ধুরা। তাই তো বিয়ের পর তাঁদের প্রিয় বন্ধুর কোন কোন বিষয় বরকে খেয়াল রাখতে হবে তারই এক চুক্তি সাজিয়েছিলেন শ্যালিকারা। আর সেই চুক্তিতে স্বাক্ষর না করে বিয়ের পিড়িতে বসতে পারবেন না বর।

কাককে কেন সবচেয়ে বুদ্ধিমান পাখি বলা হয়

তাই বরের পথ আটকে দাঁড়িয়েছিলেন শ্যালিকারা। এমনই এক ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। কাজল নামে ওই কনে নিজের বিয়ের সেই দৃশ্য ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন. ‘যখন বর আপনাকে বিয়ে করার জন্য যে কোনও কাগজে স্বাক্ষর করতেই রাজি।’