বিরাট-অনুষ্কার মোট সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে আপনার

বিনোদন ডেস্ক : দেশের পাওয়ার কাপল বললেই প্রথমে নাম আসে ‘বিরুষ্কা’র। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা সর্বদা ভারতের প্রথম সারির জুটি। ভারতের প্রাক্তন অধিনায়ক ও ব্যাটসম্যান বিরাট কোহলিকে নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। অপরদিকে তার স্ত্রী অনুষ্কা শর্মা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, প্রযোজক ও ফ্যাশন ইনফ্লুয়েন্সর। তাদের বার্ষিক আয় কার্যত কয়েক কোটি টাকা। তবে আজ আপনাদের তাদের মিলিত আয়, সম্পত্তি, বাড়ি-গাড়ি সম্পর্কে জানাবো। যা জানার পরে আপনাদের ‘ধন-কুবের’ সম্পর্কে আন্দাজ হয়ে যাবে অনায়েসেই।

বাড়ি : বিরাট কোহলি দিল্লীর ছেলে। তাই দিল্লীতে তার ৮০ কোটি টাকার বিরাট একটি বাংলো বাড়ি আছে ৫০০ স্কোয়ার ফুটের। সাথেই বিরাট-অনুষ্কা এখন মুম্বাইতে একসাথে থাকে যে ফ্ল্যাটটির মূল্য ৩৪ কোটি টাকা।

গাড়ি: ভারতে ‘রেঞ্জ রোভার’ গাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাই সে গাড়ি যে তার গ্যারাজে জায়গায় করে নেবেই তা আর নতুন করে বলে দিতে হবে না। তার Range Rover গাড়িটির দাম ৮০ লাখ টাকা। সাথেই ১.৫৮ কোটি টাকার Audi A8 Quattro, ৬০ লাখ টাকার Audi Q7, ১ কোটি টাকার BMW S6, ৭০ লাখ টাকার Audi A6 ও সর্বশেষ ৩ কোটি টাকা দামের Audi R8 V10 LMX গাড়ি আছে বিরাট-অনুষ্কার কাছে।

মোট সম্পত্তি : বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার মোট সম্পত্তির পরিমান ১২৫০ কোটি টাকার। যে দিকে শুধু মাত্র বিরাট কোহলি একারই সম্পত্তির পরিমান ৯০০ কোটি টাকা।
বিরাট-অনুষ্কা
পারিশ্রমিক : ২০১৯,২০২০,২০২১ সালে ‘রয়াল চ্যালেঞ্জর্স ব্যাঙ্গালোর’ বিরাট কোহলি কে প্রতি আইপিএল এর জন্য ১৭ কোটি টাকা পারিশ্রমিক দিয়েছে। ২০২২ সালে ১৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি। অন্যদিকে BCCI প্রতিবছর বিরাট কে ৭ কোটি টাকা পারিশ্রমিক দিয়ে থাকেন। অনুষ্কা শর্মা প্রতি সিনেমা পিছু ৭-১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।

তাছাড়াও বিরাট কোহলির দুটি রেস্টুরেন্ট আছে ও অনুষ্কা শর্মা র নিজস্ব ফ্যাশন লাইন আছে যার নাম ‘Nush’। জুটি একসাথে যে নাম করার পাশাপাশি নিজেদের ধন-সম্পদের খেয়াল ও রেখেছেন তা এই তথ্য থেকে ভালোই বোঝা যাচ্ছে।