স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার ফর্মের ধারেকাছে নেই ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। সেই আয়ারল্যান্ড ম্যাচ থেকে শুরু করে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র ম্যাচেও নিজের ছন্দে দেখাতে পারেনি তিনি। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে ১০ রানের গণ্ডিও টপকাতে পারেননি ভারতীয় দলের পোস্টার বয় কোহলি। গত ম্যাচে ডাক হয়ে সাজঘরে ফিরেছিলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনিং করেন না বিরাট। তাই নতুন পজিশনে মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছে। টিম ম্যানেজমেন্টও তাকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না। কারণ বিরাটকে পিছিয়ে সামনে আনতে গেলে যশস্বী জয়সওয়ালকে সুযোগ দিতে হবে। সে ক্ষেত্রে গোটা দলেরই কম্বিনেশন ঘুরে যাবে।
কিন্তু এ মূহূর্তে দলের কম্বিনেশন অত্যন্ত ভালো। দুজন ফাস্ট বোলিং অলরাউন্ডারের পাশাপাশি দুজন স্পিন অলরাউন্ডার রয়েছে। এ ছাড়া তিনজন পেসার রয়েছেন। শুধু ব্যাটার বলতে হাতেগোনা চারজন— রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ ও সূর্যকুমার যাদব। তাই বিরাটকে ওপেনিংয়েই আরও কয়েকটি ম্যাচে সুযোগ দিতে চায় টিম ম্যানেজমেন্ট।
এ নিয়ে এবার বড় মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে ভারতকে জেতা শিবম দুবে। দলের কম্বিনেশনে কোনো বদল আনা হবে না বলে জানান এ অলরাউন্ডার। কোহলির খারাপ পারফরম্যান্স নিয়ে মুখ তিনি বলেন, ‘আমি এ মূহূর্তে দলের কম্বিনেশনে বদল হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। কয়েকটা ম্যাচে কম রানে আউট হওয়া মানেই পরের তিন ম্যাচে শতরান করে হয়তো কোহলি কামব্যাক করবেন। কারণ এটিই তার খেলার স্টাইল। আমি বিরাট কোহলি নই, তাই ওকে নিয়ে মন্তব্য করার কেউ নই’।
সাবেক ক্রিকেটার আম্বতি রাইডু বলেছেন, পাকিস্তান ম্যাচে ভালো শট খেলতে গিয়ে আউট হয়েছে বিরাট কোহলি। একটা দুর্দান্ত কাভার ড্রাইভও মেরেছিল। টাইমিং ঠিক না হওয়ায় ক্যাচ আউট হয়ে ফিরেছে। যে মানসিকতা নিয়ে বিরাট ও রোহিত শর্মা ব্যাটিং করেছে, সেই একই মানসিকতা ধরে রাখতে পারলে ভালো সময় আসতে দেরি নেই। বড় মঞ্চে এমন ম্যাচ দেখা যাবে, যেখানে দুজনের মধ্যে একজন ব্যাটার দাঁড়িয়ে গেছে, যে একাই ভারতকে জিতিয়ে দেবে একপেশে ভাবে’।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।