স্পোর্টস ডেস্ক: দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে বিরাট কোহলির ব্যাটে রান নেই। জাতীয় দলের তিন ফরম্যাটের নেতৃত্ব ছেড়েছেন। আইপিএল দল ব্যাঙ্গালোরকেও তিনি আর নেতৃত্ব দেন না। এতকিছুর পরও রান পাচ্ছেন না কোহলি।
এতে অবশ্য তার আয়ে টান পড়েনি। যার প্রমাণ মিলেছে ‘ফোর্বস’ প্রকাশিত বার্ষিক আয়ের বিচারে বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়বিদদের তালিকা।
১০০ জনের তালিকায় শীর্ষস্থানে আছেন আর্জেন্তাইন কিংবদন্তি লিওনেল মেসি। এই ১০০ জনের তালিকায় আছে বিরাট কোহলির নাম। লিওনেল মেসি গত বছরে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার আয় করে এক নম্বরে আছেন। তিনে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং চারে মেসির ক্লাবসতীর্থ নেইমার। আর ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি আছেন ৬১ নম্বরে। এই তালিকায় তিনিই একমাত্র ভারতীয় ক্রিকেটার। কোহলির বার্ষিক আয় ৩৩.৯ মিলিয়ন ডলার।
ফোবর্স এই তালিকা তৈরি করেছে খেলোয়াড়ের পারিশ্রমিক, বিজ্ঞাপন থেকে প্রাপ্ত অর্থ এবং বিভিন্নভাবে তারা যে অর্থ পান- তার ভিত্তিতে। কোহলির ব্যাটে রান না থাকলেও তিনি চুটিয়ে বিজ্ঞাপন করে যাচ্ছেন। বিজ্ঞাপনী সংস্থাগুলোর কাছে তার চাহিদা আকাশছোঁয়া। তিনি স্রেফ বিজ্ঞাপন করেই বছরে ২৪০ কোটি রুপি উপার্জন করেছেন। বাকিটা তার বেতন এবং বিভিন্ন পুরস্কার থেকে প্রাপ্ত অর্থ। ব্যাটার কোহলির দাপট কমলেও ব্র্যান্ড কোহলির দাপট কিন্তু এখনও অক্ষুণ্ণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।