বিনোদন ডেস্ক: ভারতের নারী ক্রিকেট দলের ফাস্টবোলার ঝুলন গোস্বামীর জীবনী নিয়ে নির্মিতব্য সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ক্রিকেটারের চরিত্রের প্রয়োজনে নিজের ব্যাটিং ঝালিয়ে নিতে স্বামী বিরাট কোহলির শরণাপন্ন হয়েছেন বলিউডের এ অভিনেত্রী।
সিনেমার শুটিং শুরুর আগে নিয়মিত ব্যাটিং ও বোলিং অনুশীলন করছেন তিনি; ঝুলনের জীবন সংগ্রাম পর্দায় ফুটিয়ে তুলবেন তিনি।
হারপর বাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে আনুশকা জানান, বোলিংয়ের জন্য কোচের সহায়তা নিলেও ব্যাটিংয়ের জন্য বিরাট কোহলির কাছে থেকে নিয়মিত পরামর্শ নিচ্ছেন তিনি। করোনারভাইরাস ও কন্যা ভামিকার জন্ম হওয়ায় সিনেমার দৃশ্যধারণ পিছিয়েছে; কন্যার জন্মের পর ‘চাকদা এক্সপ্রেস’ দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন আনুশকা।
টানা দুই বছরের করোনাভাইরাস মহামারি ও কন্যা ভামিকার জন্ম হওয়ায় সিনেমার দৃশ্যধারণ পিছিয়েছে; কন্যার জন্মের পর ‘চাকদা এক্সপ্রেস’ দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন।
শুধু ব্যাটিংই শিখছেন এমনটি নয়, বাঙালি ক্রিকেটার ঝুলনের চরিত্রে অভিনয়ের জন্য বাঙালি সংস্কৃতির সঙ্গে নিজেকে একাত্ম করেছেন আনুশকা, বাংলা ভাষাও শিখছেন তিনি।
শিগগিরই লর্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে সিনেমার দৃশ্যধারণ শুরু হবে। সিনেমাটি পরিচালনা করছেন প্রসিত রায়; মুক্তি পাবে নেটফ্লিক্সে।
খেলাধুলাবিষয়ক এটি দ্বিতীয় সিনেমা আনুশকার। এর আগে ২০১৬ সালে সালমান খানের বিপরীতে ‘সুলতান’ সিনেমায় কুস্তিগিরের চরিত্রে অভিনয় করেছিলেন এ অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।