স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুম নিয়ে ১৫তম বারের মতো মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলের এই ১৫ আসরেই কেবল একটি একক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে মাঠে নামা কোহলি অধিনায়কত্বও করেছিলেন দলটির হয়ে।
এবারের আসরে পাঞ্জাব সুপার কিংসের বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নেমেছে আরসিবি। এদিন আরসিবির হয়ে মাঠে নেমেই অনন্য এক রেকর্ড গড়েছেন কোহলি। একক কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০০ ইনিংস খেলার রেকর্ড গড়েছেন কোহলি; যা নেই আর কোনো ক্রিকেটারের।
কোহলির পর এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সুরেশ রায়না। তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে মোট ১৭১টি ইনিংসে ব্যাট হাতে ক্রিজে নেমেছেন।
এদিকে ৯ মৌসুম আরসিবির হয়ে অধিনায়কত্ব করার পর চলতি আসরে নেতৃত্ব ভার ছেড়ে দিয়েছেন কোহলি। চলতি আসরে দলটিকে নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ আফ্রিকান ফাফ ডু প্লেসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।