স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সফরকারী অস্ট্রেলিয়ার কাছে স্বাগতিক পাকিস্তান ধরাশায়ী হলেও ৫৭ রানের ইনিংস খেলে নতুন রেকর্ড গড়লেন অধিনায়ক বাবর আজম। এতে করে তিনি ভারতের বিরাট কোহলিকে টপকে গেছেন।
গতকাল মঙ্গলবার অস্ট্রেলিয়ার ৩১৪ রানের জবাবে ২২৫ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। তবে দল হারলেও ম্যাচে ৫৭ রানের অর্ধশত ইনিংসের সুবাদে বাবর তার ওয়ানডে ক্যারিয়ারে ৪ হাজার রানের ক্লাবে ঢুকে যান। এত দিন এশিয়ান ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ৪ হাজারী ক্লাবের প্রবেশের রেকর্ড ছিল কোহলির।
যেখানে ৯৩ ইনিংস খেলে ওয়ানডে ক্রিকেটে ৪ হাজার রান তোলেন কোহলি। আর সেখানে বাবরের লেগেছে মাত্র ৮২ ইনিংস। ২০১৩ সালের জানুয়ারিতে ক্যারিয়ারের পঞ্চম বছরের মাথায় কোহলি ৪ হাজারী ক্লাবে প্রবেশ করেন।
তবে কোহলিকে টপকে গেলেও ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৪ হাজার রান করার বিশ্বরেকর্ড গড়া হয়নি বাবরের। রেকর্ড গড়া এই শীর্ষ অবস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী ব্যাটার হাশিম আমলা। তিনি ২০১৩ সালের ডিসেম্বরে ক্যারিয়ারের পঞ্চম বছরে মাত্র ৮১ ইনিংসের মাথায় ৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন।
ওয়ানডেতে দ্রুততম ৪ হাজার রান করা শীর্ষ পাঁচ ব্যাটার :
১. হাশিম আমলা – ৮১ ইনিংস
২. বাবর আজম – ৮২ ইনিংস
৩. ভিভ রিচার্ডস – ৮৮ ইনিংস
৪. জো রুট – ৯১ ইনিংস
৫. বিরাট কোহলি – ৯৩ ইনিংস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।