বিরাট কোহলিকে এখনই অবসর নেওয়ার পরামর্শ শোয়েব আখতারের

শোয়েব কোহলি

স্পোর্টস ডেস্ক: শুধু টেস্ট ক্রিকেট খেলা উচিত বিরাট কোহলির। ভারতের সাবেক অধিনায়ককে হঠাৎই সাদা বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরামর্শ দিলেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক জোরে বোলারের মতে, কোহলির উচিত শচীন টেন্ডুলকারের ১০০ শতরানের নজির স্পর্শ করার লক্ষ্য নিয়ে খেলা।

শোয়েব কোহলি

শোয়েবের মতে, শচীনের ১০০টি শতরানের রেকর্ড স্পর্শ করার ক্ষমতা রয়েছে কোহলির। এক দিনের বিশ্বকাপ নিয়ে একটি অনুষ্ঠানে শোয়েব বলেছেন, ‘‘কোহলিকে আরও ৬ বছর খেলতে হবে। কোহলিই পারে শচীনের রেকর্ড ভাঙতে। সে জন্য কোহলির উচিত আসন্ন বিশ্বকাপের পর শুধু টেস্ট ক্রিকেটে মন দেওয়া।’’

শুরুর আগেই বড় ধাক্কা খেলেন মধুমিতা, বন্ধ ছবির কাজ

উল্লেখ্য, শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূর্ণ করেছেন কোহলি। এ দিনই তাকে সাদা বলের ক্রিকেট ছেড়ে লাল বলের ক্রিকেটে মন দেওয়ার পরামর্শ দিলেন শোয়েব। পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার চান কোহলির টেস্টজীবন যতটা সম্ভব দীর্ঘায়িত হোক।