আন্তর্জাতিক ডেস্ক : ২০০৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের করা একটি মামলার নিষ্পত্তি করতে ভিসা এবং মাস্টারকার্ড তাদের ‘সোয়াইপ ফি’ কমিয়ে আনতে সম্মত হয়েছে। এতে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করা ব্যবসায়ীদের ৫ বছরে আনুমানিক ৩০ বিলিয়ন ডলার বাঁচতে পারে।
মঙ্গলবার (২৬ মার্চ) সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়।
২০০৫ সালে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের করা এ এন্টিট্রাস্ট মামলার নিষ্পত্তি মার্কিন ইতিহাসের অন্যতম বৃহৎ আর্থিক মীমাংসা হতে যাচ্ছে। মীমাংসাটি আপাতত আদালতের অনুমতির অপেক্ষায় আছে।
ব্যবসায়ীরা বহুবছর ধরেই ভিসা ও মাস্টারকার্ডের বিরুদ্ধে অতিরিক্ত ফি নেয়ার অভিযোগ করে আসছিলেন। সাধারণত ব্যবসায়ীদের কাছ থেকে এ নেটওয়ার্কগুলো সোয়াইপ ফি গ্রহণ করে থাকে। ক্রেতারা যখন ক্রেডিট কার্ড ব্যবহার করে বিল দেয়ার জন্য কার্ড সোয়াইপ করে তখন প্রতি লেনদেনে গড়ে প্রায় ১.৫ শতাংশ থেকে ৩.৫ শতাংশ পর্যন্ত ফি দিতে হয়। এছাড়াও ছোট আকারের আরেকটি নির্দিষ্ট ফি এবং মোট বিক্রির পরিমাণের ওপর একটি ফি দিতে হয় ব্যবসায়ীদের।
এছাড়াও এ লেনদেন প্রতিষ্ঠানগুলো ‘এন্টি স্টিয়ারিং’ নিয়মের মধ্যে ফেলে ব্যবসায়ীদের অন্য কোনো উপায়ে বা কম ফি দিতে হবে এমন উপায়ে লেনদেন করতে নিষেধাজ্ঞা আনে। ফলে এ অতি উচ্চ হারে ফি দেয়া ছাড়া আর কোনো উপায় থাকে না ব্যবসায়ীদের জন্য।
তবে এবার এ মামলার নিষ্পত্তিতে কার্ড নেটওয়ার্কগুলো আগামী ৫ বছরের জন্য এ ফি কমাবে এবং এন্টি স্টিয়ারিং নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হয়েছে। চুক্তি অনুসারে, ভিসা এবং মাস্টারকার্ড আগামী ৩ বছরের জন্য অন্তত ৪ বেসিস পয়েন্টে বা ০.০৪ শতাংশ সোয়াইপ রেট কমিয়ে আনবে। পাশাপাশি আগামী ৫ বছরের জন্য এমন একটি গড় হার নির্ধারণ করে দেবে, যা বর্তমান বেসিস পয়েন্টের তুলনায় ৭ পয়েন্ট কম হবে।
আদালতের নথি অনুযায়ী, এ নতুন চুক্তির আর্থিক মূল্যমান গিয়ে দাঁড়াবে প্রায় ২৯.৭৯ বিলিয়ন ডলার। যদিও ভিসা বলছে, এ সুবিধা নেয়া ব্যবসায়ীদের অধিকাংশই ছোট পরিসরের ব্যবসা করে থাকেন। পাশাপাশি কোনো ভুল কিছু না করেও এই চুক্তিতে রাজি হয়েছে বলে জানায় ভিসা এবং মাস্টারকার্ড।
ফলে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা এখন থেকে আরও বেশি পরিমাণে পণ্যের ওপর আর্থিক ছাড় দিতে পারবেন আশা করছেন সংশ্লিষ্টরা। যদিও সমালোচকরা বলছেন, এ মীমাংসার চুক্তি বেশি দিন কার্যকর হবে না এবং সোয়াইপ ফি আবারও বাড়িয়ে দেয়া হবে বলে আশংকা করছেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।