ভিসা বাতিল নিয়ে মুখ খুললেন সঞ্জয়

Sanjay Dutt

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। অজয় দেবগন অভিনীত ‘সন অব সর্দার-টু’ সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয়ের কথা ছিল এ অভিনেতার। কিন্তু যুক্তরাজ্য সরকার তার ভিসা বাতিল করায় সিনেমাটি থেকে বাদ পড়েছেন তিনি।

Sanjay Dutt

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ‘সন অব সর্দার-টু’ সিনেমার শুটিংয়ের জন্য যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল সঞ্জয় দত্তের। কিন্তু ভিসা বাতিল হওয়ায় স্কটল্যান্ডে শুটিংয়ে যোগ দিতে পারেননি তিনি। ভারতে ১৯৯৩ সালে অবৈধ অস্ত্র মামলায় সাব্যস্ত হওয়া সঞ্জয়কে ভিসা দিতে নারাজ যুক্তরাজ্য সরকার। এ ঘটনায় ‘সন অব সর্দার-টু’ সিনেমার সঞ্জয়ের পরিবর্তে রবি কিষণকে কাস্ট করা হয় ভিলেনের চরিত্রে। এবার পুরো বিষয়টির সমালোচনা করলেন সঞ্জয়।

এ বিষয়ে বম্বে টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, ‘আমি একটি জিনিস জানি যে, যুক্তরাজ্য সরকার সঠিক কাজটি করেনি।’

অভিনেতা জানান, যুক্তরাজ্য সরকার তাকে প্রাথমিকভাবে ভিসা দিয়েছিল এবং প্রয়োজনীয় অর্থও তিনি প্রদান করেছিলেন।

সঞ্জয় বলেন, ‘সবকিছু ঠিক ছিল। তারপর এক মাস পর আমার ভিসা বাতিল করে দিল! আমি যুক্তরাজ্য সরকারকে সব কাগজপত্র এবং প্রয়োজনীয় সবকিছু দিয়েছি। তাহলে প্রাথমিকভাবে আমাকে ভিসা দিল কেন? সে ক্ষেত্রে আমাকে ভিসা দেওয়া উচিত হয়নি ওদের! আইন বুঝতে ওদের এক মাস সময় লেগে গেল!’

অভিনেতা আরও বলেন, ‘এমনিতেও কে যুক্তরাজ্যে যেতে চায়! অনেক হিংসাত্মক ঘটনা ঘটছে সেখানে। এমনকি ভারত সরকারও যুক্তরাজ্যে না যাওয়ার বিবৃতি জারি করেছে। ফলে আমার কিছুই হাতছাড়া হচ্ছে না।’

অভিনেতা আরও যোগ করেন, ‘তবে হ্যাঁ, ওরা ভুল করেছে। ওদের সংশোধন করা উচিত।’ সঞ্জয় নিজেকে একজন আইন মান্যকারী অভিনেতা হিসেবে তুলে ধরেছেন। জানিয়েছেন, তিনি সব আইন মেনে চলেন এবং প্রতিটি দেশের আইন ব্যবস্থাকে সম্মান করেন।

ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে : উপদেষ্টা নাহিদ

বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্ষয় কুমার অভিনীত ‘হাউসফুল-ফাইভ’ সিনেমাতেও অভিনয়ের কথা রয়েছে সঞ্জয় দত্তের। এ সিনেমারও বেশিরভাগ দৃশ্য যুক্তরাজ্যে শুটিং করা হবে। তবে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা একটি বুদ্ধিমান পথ বেছে নিয়েছেন। সঞ্জয়ের সব দৃশ্য লন্ডনের পরিবর্তে মুম্বাইয়ে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।