আন্তর্জাতিক ডেস্ক : সর্বজনীন পেমেন্ট সিস্টেম হিসাবে পরিচিত ভিসা কার্ড বড় ধরণের জরিমানার মুখে পড়েছে। ভারতের লেনদেন নীতি না মানার কারণে দেশটির সরকার এ জরিমানা করেছে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভারতের কেন্দ্রীয় ব্যাংকের লেনদেন নীতিমালা না মানার কারণে ভিসা কার্ডকে ২ কোটি ৪১ লাখ রুপি জরিমানা করেছে যা ডলারের হিসাবে প্রায় ২ লাখ ৮৮ হাজার।
ভারতের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, লক্ষ্য করে দেখা গেছে ভিসা কার্ড যে ধরণের লেনদেন করছে এবং লেনদেন সংক্রান্ত সমস্যার সমাধান করছে তা ভারতের কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি বহির্ভূত।
তবে ঠিক কোন লেনদেনকে কেন্দ্র করে এত বড় অঙ্কের জরিমানার সম্মুখীন হলো ভিসা কার্ড সে ব্যাপারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক বিস্তারিত কিছু জানায়নি।
জরিমানার ব্যাপারে ভিসা কার্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা নিয়ে কোনো ধরণের দ্বিমত পোষণ করছি না আমরা। আগামীতে নীতিমালা বহির্ভূত যেকোনো ধরণের কাজ থেকে বিরত থাকবে ভিসা।
যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোভিত্তিক কোম্পানিটি বিশ্বের প্রায় ২০০ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন সংক্রান্ত কাজ করে আসছে। শুরুতে ক্রেডিট কার্ড দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে ডেবিট এবং গিফট কার্ডের মাধ্যমে ভিসা তাদের ব্যবসার পরিধি বিস্তার করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।