আন্তর্জাতিক ডেস্ক : হা.মা.স–ই.স.রা.য়েল সং.ঘা.তে.র মধ্যেই এবার ই.স.রা.য়ে.লিদের জন্য আরেকটি সুখবর নিয়ে এল আমেরিকা। এখন থেকে আমেরিকা যেতে হলে ই.স.রা.য়ে.লিদের কোনো ভিসা লাগবে না। ভিসা ছাড়া সর্বোচ্চ ৯০ দিন আমেরিকায় থাকতে পারবেন ই.স.রা.য়ে.লিরা। বৃহস্পতিবার এমন তথ্যই জানিয়েছে আমেরিকার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, আগামী ৩০ নভেম্বর থেকে এই নিয়ম চালু করার ঘোষণা গত মাসেই দিয়েছিল আমেরিকা। তখন বাইডেন প্রশাসন জানায়, ভিসা ওয়েবার প্রোগ্রামের (ভিডব্লিউপি) আওতায় আসবে ই.স.রা.য়েল। এর অনেক আগেই চালু হতে যাচ্ছে এটি। কেবল ইস.রা.য়ে.লি নাগরিকেরা এই সুবিধা পাবেন বলে জানা গেছে।
এই সুবিধা পেতে হলে সবার আগে নিতে হবে ট্রাভেল অথোরাইজেশন (ইএসটিএ)। এ জন্য ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশনের (সিবিপি) ইলেকট্রনিক সিস্টেমে অনলাইনে আবেদন করতে হবে। যাদের বায়োমেট্রিক পাসপোর্ট রয়েছে এবং ৯০ দিনের বেশি থাকবেন না, তারা যোগ্য বলে বিবেচিত হবেন।
ভিসা ওয়েবার প্রোগ্রামের (ভিডব্লিউপি) আওতায় আসতে হলে এসব নিয়মের মধ্যে যেতে হবে। না যেতে পারলে মার্কিন দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে হবে।
এই আবেদন আপাতত কেবল ইংরেজিতেই করা যাবে। আগামী ১ নভেম্বরের পর অন্য ভাষাতেও করার সিস্টেম চালু করবে আমেরিকা।
গত ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হয় ই.স.রা.য়ে.ল–হা.মা.স সং.ঘা.ত। এরই মধ্যে এতে দুই পক্ষের ৫ হাজারের বেশি মানুষ মা.রা গেছেন। লেবাননের সীমান্তবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ই.স.রা.য়ে.ল। এই সং.ঘা.তে ই.স.রা.য়ে.লকে সব রকমের সহযোগিতারা আশ্বাস দিয়েছে আমেরিকা ও যুক্তরাজ্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।