বিনোদন ডেস্ক : ‘প্রিয়তমা’র সাফল্যের পর ‘দরদ’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খান। গত ২০ অক্টোবর থেকে এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল ভারতের উত্তরপ্রদেশের বেনারস ও এলাহাবাদে। কিন্তু ভিসা জটিলতার কারণে সেখানে যেতে পারেননি শাকিব। এজন্য আটকে ছিল দৃশ্যধারণের কাজ।
অবশেষে সব জটিলতা কাটিয়ে ভারতের ভিসা পেলেন শাকিব খান। রবিবার রাতে শাকিব খানসহ দেশের ১৫ জন শিল্পী ভারতীয় ভিসা হাতে পেয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির অন্যতম প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া।
সব ধরণের প্রস্তুতি শেষ। আগামীকাল সকালের একটি ফ্লাইটে মুম্বাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন শাকিব খান। সেখানে পৌঁছে ফটোশুট, লুক সেট ও স্ক্রিপ্ট রিডিং সেশন করবেন এই নায়ক। আগামী ২৭ অক্টোবর থেকে শুটিং শুরু করবেন তিনি।
‘দরদ’ সিনেমা যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। অন্যান্য চরিত্রে দেখা যাবে— বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেব প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।