৩০০ মিটারের কম হতে পারে কুয়াশায় দৃষ্টিসীমা

কুয়াশার কারণে দৃষ্টিসীমা

জুমবাংলা ডেস্ক : ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কুয়াশার কারণে দৃষ্টিসীমা

আজ সোমবার (২২ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

দুই টাকার শিল্পীর সঙ্গে আমায় ডাকবেন না : সানা জাভেদ

এতে বলা হয়েছে, আজ সকাল ১০টা থেকে পরবর্তী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। ফলে এসব এলাকার নৌ-যানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হচ্ছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না।