আন্তর্জাতিক ডেস্ক : ভারতে এমন একটি মন্দির রয়েছে, যেখানে প্রার্থনা করলেই যুক্তরাষ্ট্রে যাওয়ার স্বপ্ন পূরণ হয়! ভক্তদের বিশ্বাস, এখান থেকে মিলতে পারে মার্কিন ভিসা। এই বিশ্বাস থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ কথিত ‘ভিসা মন্দির’-এ আসেন। খবর টাইমস অব ইন্ডিয়া।
হায়দরাবাদের চিলকুরে অবস্থিত এই ভেঙ্কটেশ্বর মন্দিরটি বালাজি মন্দির নামেও পরিচিত। ভক্তদের দাবি, ভিসা সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান এই মন্দিরে প্রার্থনা করলেই হয়ে যায়।
সাতভিকা কোন্ডাদাসুলা নামে এক ভক্ত জানান, যুক্তরাষ্ট্রে থাকা তার পরিবারের প্রত্যেক সদস্যই এখানে এসেছিলেন। ২২ বছর বয়সী এই তরুণী বলেন, নিউইয়র্কে যাওয়া তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এ সপ্তাহেই তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করবেন মাস্টার্স ডিগ্রি অর্জনের জন্য। আর এই ভিসা প্রাপ্তির জন্য দেবতা বালাজির প্রতি কৃতজ্ঞতা জানাতে এসেছিলেন তিনি।
তিনি আরও বলেন, আমি অবশ্যই আমার যোগ্যতার জন্য ভিসা পেয়েছি। কিন্তু আমি বিশ্বাস করি, ঈশ্বরের আশীর্বাদও ছিল। আমি মনে করি, এখানে আসার ফলে আমার উপকার হয়েছে।
ধারণা করা হয়, এই মন্দিরটি ৫০০ বছরের পুরোনো। যারা এখানে আসেন, তারা দেবতাকে ১১বার প্রদক্ষিণ করেন এবং প্রার্থনার সময় তাদের মনোবাসনা প্রকাশ করেন। পরে, পূজার সময় পাসপোর্ট দেবতার মূর্তির সামনে রাখেন। ইচ্ছা পূরণ হলে ভক্তদের আবারও মন্দিরে এসে ১০৮বার প্রদক্ষিণ করতে হয়।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর আগে একদল কলেজ শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন কিন্তু ভিসা পেতে সমস্যায় পড়েন। এরপর এই মন্দিরে এসে প্রার্থনা করলে তারা সবাই ভিসা পেয়ে যান। এই খবর ছড়িয়ে পড়লে অন্যরাও যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার আশায় বালাজি মন্দিরে আসতে শুরু করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।