বিনোদন ডেস্ক : ভাঁজযোগ্য ডিভাইসের বাজারে প্রবেশ করতে যাচ্ছে ভিভো। কয়েকটি টিজার প্রকাশের পর এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এক্স ফোল্ড নামে প্রথম ভাঁজযোগ্য ডিভাইস আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর সঙ্গে অ্যান্ড্রয়েড ট্যাবলেট ডিভাইসও উন্মোচন করা হবে। খবর গ্যাজেটস নাউ।
প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের তথ্যানুযায়ী এক্স ফোল্ড ডিভাইসে ভাঁজযোগ্য প্রযুক্তির দ্বিতীয় সংস্করণ যুক্ত করা হবে। প্রতিষ্ঠানটির প্রথম ভাঁজযোগ্য স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৮ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। ভেতরে ইউটিজি গ্লাস ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।
এক্স ফোল্ড ডিভাইসে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে বলে জানা গেছে। এতে ৪ হাজার ৬০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকতে পারে। গুঞ্জন রয়েছে ভিভোর স্মার্টফোনটিতে জেইস অপটিক্স ও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।
ভাঁজযোগ্য স্মার্টফোনের সঙ্গে এক্স নোট ও ভিভো প্যাড ডিভাইসও বাজারজাত করবে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। ভিভো এক্স নোটে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৭ ইঞ্চির টুকে ডিসপ্লে থাকতে পারে। ভিভো প্যাড নামে অ্যান্ড্রয়েড ট্যাবলেটটি প্রতিষ্ঠানটির প্রথম ডিভাইস।
এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসরের সঙ্গে ১২০ হার্টজের এলসিডি ডিসপ্লে থাকবে। এতে ৭ হাজার ৮৬০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারও থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।