ইউটিউবারদের ড্রোন ফুটেজ দেখে সকলের মন ভরে যায়। ফটো, ভিডিয়ো তুলতে ভালোবাসেন, এমন অনেকেই ড্রোন কিনতে চান। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ভাল ড্রোনের বিপুল দাম। এবার সেই চাহিদা মেটাতেই নতুন প্রযুক্তির উপর কাজ করছে চিনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা ভিভো। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী সংস্থা এমন একটি ড্রোনের উপর কাজ করছে, যা তাদের স্মার্টফোনের সঙ্গে ইন্টিগ্রেটেড থাকবে।
ভিভোর এই প্ল্যানের ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই প্ল্যান অনুযায়ী ফোনের মধ্যেই থাকবে বিশেষ ডিট্যাচিং মেকানিজম। তার মাধ্যমেই ফোনের দুটি ক্যামেরা ও কিছুটা অংশ বিছিন্ন হয়ে যাবে মূল বডি থেকে। এটিই ফোনকে রিমোট হিসাবে ব্যবহার করে ওড়ানো যাবে ড্রোনের মতোই। থাকছে চারটি ফ্যান, দুটি ইনফ্রারেড সেন্সরও।
গত বছরেই এই প্রযুক্তির পেটেন্ট জমা করেছে ভিভো। এই ফোন কবে নাগাদ বাজারে আসতে পারে, আদৌ আসবে কিনা, সে বিষয়ে কিছু জানায়নি সংস্থা। তবে এটি যদি কনসেপ্ট মডেল হিসাবেও প্রকাশ করা হয়, তা স্মার্টফোনের জগতে যে আলোড়ন সৃষ্টি করবে, তা বলাই বাহুল্য।
ভিভো ড্রোন ক্যামেরা ফোনের সম্ভাব্য ফিচার:
Design
Dimensions: 147.3 x 71.3 x 7.6 mm
Weight: 228 GRAM
Protection: GRILLA GLASS 7
Network
Dual SIM DUAL SIM
2G Network GSM
3G Network HSDPA
4G Network LTE
5G Network 5G
Display
Display Type SUPER AMOLED
Size 6.84”
Resolution 1440 x 3100 pixels
Pixel Density 410 PPI
Touch Screen YES
Display Protection GORILLA GLASS7
Media
Loudspeaker YES
Handsfree YES
Camera
Primary 200MP drone camera+16MP+5MP+32MP
Camera Features LED
Selfie Camera 64MP
Selfie Camera Features HDR
Software
Operating System ANDROID 12
ভিভো ড্রোন ক্যামেরা ফোনের সম্ভাব্য দাম:
যদিও ফোনটির দাম এখনো অফিসিয়ালি জানা যায়নি কিন্তু বিভিন্ন লিক থেকে জানা গেছে বেইস ভ্যারিয়েন্টের দাম $1170 হতে পারে যা বাংলাদেশী টাকায় এক লক্ষ টাকার কাছাকাছি হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।