এই মাসেই চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড vivo তাদের নতুন ফ্লাক্সিপ স্মার্টফোন আই কিউ ট্যান বাজারে রিলিজ করার ঘোষণা করতে পারে। এই প্যাকেজে অনেকগুলি ডিভাইস থাকতে পারে এবং এই সম্পর্কে ইন্টারনেটে বেশ কিছু আকর্ষণীয় তথ্য খুঁজে পাওয়া যায়।
vivo iq10 ভার্সন এবং প্রো ভার্সন এই দুইটি ভেরিয়েন্ট বাজারে রিলিজ করবে। এতদিন ধরে যা জানা যাচ্ছিল সেটা হচ্ছে এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসরের ব্যবহার করা হবে যেখানে ৮টি কোর থাকবে। স্পিড ধরা হয়েছিল ৩.২ গিগাহার্জ।
তবে আবার মনে করা হচ্ছিল যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের পরিবর্তে মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করা হতে পারে। তবে এখন শোনা যাচ্ছে ভিভোর এই স্মার্টফোনগুলোর সাথে ডাইমেনসিটি ৯০০০ চিপ ব্যবহার করা হতে পারে। এই প্রসেসরটি গত সপ্তাহে রিলিজ করা হয়। এখানে টি কোর আছে এবং এর স্পিড ৩.২ গিগা হার্ডস।
সাথে গ্রাফিক্স কার্ড হিসেবে থাকবে মালি জি710। ৫জি মডেম এর অপশন থাকবে যার মাধ্যমে 7 গিগাবাইট পার সেকেন্ড স্পিডে ডাটা ডাউনলোড করা যাবে।
এই মডেলে ৬.৭৮ ইঞ্চি এর ডিসপ্লে ব্যবহার করা হবে। ডিসপ্লে এর প্যানেল হবে ও এলইডি এবং ফুল এইচডি রেজুলেশন সাপোর্ট করবে। রিফ্রেশ রেট ১২০ হার্জ পর্যন্ত কাজ করবে। ১২ জিবি পর্যন্ত র্যাম ব্যবহার করা হবে। মেইন ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেল। ব্যাটারীতে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং অপশন থাকবে।
চায়নার মধ্যে ছবিটির মডেলের ছবি রিলিজ করা হয়। এখানে দেখা যায় ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। এ ধরনের স্টাইল google পিক্সেল এবং শাওমির স্মার্টফোনে দেখা গিয়েছে। তবে এখন পর্যন্ত ডাইমনসিটি সিরিজের প্রসেসর কোন স্মার্টফোনে ব্যবহার করা হয়নি। ভিভো যদি এই প্রসেসরটি ব্যবহার করে তাহলে তারাই প্রথম স্মার্টফোন ব্র্যান্ড যে এই শক্তিশালী ব্যবহার করে বাজারে নিয়ে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।