Vivo iQOO 11 Pro স্মার্টফোনের প্রসেসর ও ডিসপ্লে সেকশনে যেসব চমক থাকছে

iQOO 11 Pro

iQOO 10 Pro স্মার্টফোনটি এ বছরের জুলাই মাসে বাজারে রিলিজ করা হয়েছিল। এখন ভিভো iQOO এর পরবর্তী স্মার্টফোন নিয়ে কাজ শুরু করেছে।

iQOO 11 Pro

iQOO 10 Pro স্মার্টফোনটি শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগনের এইট প্লাস জেন ওয়ান চিপসেট দ্বারা পরিচালিত হয়েছে। ডিজিটাল চ্যাট স্টেশন নামক ওয়েবসাইট জানায় iQOO 11 Pro স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগনের এইট জেন টু চিপসেট ব্যবহার করা হবে যা খুবই শক্তিশালী।

কোয়ালকম স্ন্যাপড্রাগন এর এইট জেন টু চিপসেট খুব শীঘ্রই সবার সামনে উন্মোচন করা হবে। এটি অফিশিয়ালি বাজারে বিক্রি শুরুর তিন মাস পরেই ভিভোর iQOO 11 সিরিজের স্মার্টফোন বাজার আসবে বলে ধারণ করা হচ্ছে।

এ সূত্র অনুসারে চিন্তা করলে ভিভো পর্যাপ্ত সময় পাবে যেন এই প্রসেসরকে ব্যবহার করে তাদের পরবর্তী স্মার্টফোন বাজারে বের করা যায়।

আশা করা হচ্ছে iQOO 11 সিরিজের স্মার্টফোনে E6 Amoled প্যানেলের স্ক্রিন থাকবে‌। এখানে E বলতে এনার্জি এফিসিয়েন্সি বোঝানো হয়েছে। তার মানে কম জ্বালানি ব্যবহার করবে এবং পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনটির ডিসপ্লে গঠিত হবে।

জ্বালানি শক্তির সাশ্রয় করে এরকম ডিসপ্লে প্যানেল ব্যবহার করার সুবিধা হচ্ছে ব্যাটারির শক্তি কম খরচ হবে। এতে করে একবার ব্যাটারি চার্জা হওয়ার পরে তা দিয়ে লম্বা সময় ধরে স্মার্টফোনটি ব্যবহার করা যাবে।

ডিসপ্লে সেকশনে আরো চমক নিয়ে আসবে স্মার্টফোনটি। ধারণা করা হচ্ছে স্মার্টফোনটিতে QHD+ অর্থাৎ 1440p রেজুলেশনের ডিসপ্লে থাকবে।

স্মার্টফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্জ। ভিভো এর স্মার্টফোনটির নিট ব্রাইটনেস আগের মতই থাকবে। iQOO 10 Pro স্মার্টফোনের ৮ জিবি এবং ১২ জিবি র‍্যামের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে।

iQOO 10 Pro স্মার্টফোনটির দাম বাংলাদেশের ৭৫ হাজার টাকা এবং ভারতে ৬৩ হাজার রুপি।  ‌