বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : iQOO কয়েক দিন আগেই তাদের শক্তিশালী Neo 10 সিরিজ লঞ্চের ঘোষণা করেছিল। এবার কোম্পানি চীনে iQOO Neo 10 সিরিজের জন্য মাইক্রো সাইট লাইভ করে দিয়েছে। এর মাধ্যমে ফোনটির ডিজাইন এবং ফিচার সম্পর্কে জানা গেছে। একইসঙ্গে চীনে Neo 10 সিরিজের রিজার্ভেশন চলছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং সিরিজের ডিটেইলস সম্পর্কে।
iQOO Neo 10 সিরিজের টিজার :টিজার ইমেজ মাধ্যমে iQOO Neo 10 ফোনটি অরেঞ্জ এবং গ্রে ডুয়েল টোন কালার অপশনে দেখা গেছে। এতে একটি বড় ক্যামেরা মডিউলের মধ্যে ডুয়েল রেয়ার ক্যামেরা, OIS সাপোর্ট, প্ল্যাস্টিক ফ্রেম এবং ব্যাক প্যানেলে ‘NEO TIME TO PLAY’ ব্যান্ডিং দেওয়া হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, কিন্তু শীঘ্রই এই সিরিজ লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে এই মাসের শেষের দিকে এই সিরিজের অফিসিয়াল ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।
iQOO Neo10 সিরিজের সম্ভাব্য Specifications
ডিসপ্লে: iQOO Neo 10 এবং iQOO Neo 10 Pro ফোনে 6.78 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 8T OLED প্যানেল দিয়ে তৈরি 1.5K রেজোলিউশন এবং ইন্ডাস্ট্রির বেস্ট 144Hz রিফ্রেশ রেট থাকতে পারে।
প্রসেসর: iQOO Neo 10 Pro ফোনে MediaTek Dimensity 9400 প্রসেসর দেওয়া হতে পারে। তবে iQOO Neo 10 ফোনে Snapdragon 8 Gen 3 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে।
স্টোরেজ: ফোনে 16GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য iQOO Neo10 সিরিজে 16MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। তবে ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি সেন্সর এবং একটি অতিরিক্ত 50MP লেন্স সহ ডুয়েল সেটআপ দেওয়া হতে পারে। এই প্রাইমারি
সেন্সরের সাইজ 1/1.56” হতে পারে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য নিয়ো 10 সিরিজের ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি বা এর চেয়ে বেশি এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।
অন্যান্য: নিয়ো 10 সিরিজের সিকিউরিটির জন্য গুডিক্সের তৈরি আল্ট্রাসোনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। তবে ফোনে প্ল্যাস্টিক ফ্রেম ডিজাইন যোগ করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।