বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো ভারতে তাদের ‘টি’ সিরিজের নতুন ফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালভাবে কিছু জানানো হয়নি, তবে একটি লিক থেকে জানা গেছে ভারতে Vivo T3 5G ফোন লঞ্চ হতে চলেছে। টিপস্টার অভিষেক যাদব ইন্টারনেটে Vivo T3 5G ফোনের লঞ্চ টাইমলাইন ও স্পেসিফিকেশন শেয়ার করেছেন, এই বিষয়ে নীচে বিস্তারিত জানানো হল।
ভারতে Vivo T3 5G লঞ্চ ডিটেইল (লিক)
লিক অনুযায়ী ভারতে এই মাসে অর্থাৎ 2024 সালের মার্চ মাসে Vivo T3 5G ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানি এখনো পর্যন্ত কোনো আভাস দেয়নি, তবে লিক অনুসারে Vivo T3 5G ফোনটি মার্চের
শেষ সপ্তাহের মধ্যে ভারতে লঞ্চ হয়ে যাবে।
ভারতে Vivo T3 5G স্পেসিফিকেশন (লিক)
* লিক অনুযায়ী Vivo T3 5Gফোনে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7200 চিপসেট দেওয়া হবে।
* জানিয়ে রাখি এই অক্টাকোর প্রসেসর 2.8 গিগাহার্টস স্পীডে কাজ করে।
* Vivo T3 5G ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ বাজারে পেশ করা হতে পারে।
* লিক থেকে জানা গেছে এই ফোনে Sony IMX882 রেয়ার ক্যামেরা সেন্সর থাকবে।
* Vivo T3 5G তে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত এমোলেড থাকবে বলে জানা গেছে।
Vivo T2 5G এর দাম ও স্পেসিফিকেশন
ডিসপ্লে: Vivo T2 5G তে 2400×1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.38 ইঞ্চির এফএইচডি+ এমোলেড ডিসপ্লে আছে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 1300 নিটস ব্রাইটনেস এবং 360 হার্টস টাচ স্যাম্পেলিং রেট যোগ করা হয়েছে।
পারফরম্যান্স: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং ফানটাচ্ ওএসে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন695 SoC আছে, এর সঙ্গে Adreno 619 GPU দেওয়া হয়েছে।
ক্যামেরা: Vivo T2 ফোনটির ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা আছে, এতে ওআইএস এবং ইআইএস সহ এফ/1.79 অ্যাপচারযুক্ত 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আর এফ/2.4 অ্যাপচারযুক্ত 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা সেন্সর আছে। এই ফোনে সেলফি আর ভিডিও চ্যাট এর জন্যে এফ/2.0 অ্যাপচারযুক্ত 16MP ফন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: এছাড়াও ফোনটিতে 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
৩ সেকেন্ডেই ৪০ কিলোমিটার, দেরি না করে এখনই বাড়িতে আনুন এই বাইক
অন্যান্য: কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনটিতে ডুয়াল ব্রান্ড ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।