বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে লঞ্চ হতে পারে ভিভো টি৩ লাইট ৫জি ফোন। নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। তবে শোনা যাচ্ছে ভিভো সংস্থার ‘টি’ সিরিজের এই ৫জি ফোন দেশে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। যদিও ভিভো সংস্থা এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে আনুষ্ঠানিক লঞ্চের আগে ভিভো টি৩ লাইট ৫জি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের বেশ কিছু সম্ভাব্য ফিচার, সম্ভাব্য দাম এবং এই ফোন কবে লঞ্চ হতে পারে তার আভাস পাওয়া গিয়েছে। এটি একটি বাজেট ফোন হতে চলেছে বলে শোনা গিয়েছে। অর্থাৎ মাঝামাঝি রেঞ্জে লঞ্চ হতে পারে ভিভো টি৩ লাইট ৫জি ফোন। এর আগে মার্চ মাসে ভারতে ভিভো টি৩ ৫জি ফোন লঞ্চ হয়েছিল। সেই একই ধরনের ডিজাইন নিয়ে এবার ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো টি৩ লাইট ৫জি ফোন।
ভারতে ভিভো টি৩ লাইট ৫জি ফোন কবে লঞ্চের সম্ভাবনা রয়েছে? এই ফোনের দাম কত হতে পারে?
অনুমান সম্ভবত জুন মাসের শেষদিকে ভারতে লঞ্চ হবে ভিভো-র এই ফোন। তার পাশাপাশি এও অনুমান যে ভিভো টি৩ লাইট ৫জি ফোনের দাম ১২ হাজার টাকার আশপাশ থেকে শুরু হবে ভারতে। এই ফোনের দাম দেশে শুরু হতে পারে ১১,৯৯৯ টাকা থেকে। যদিও ভিভো সংস্থা আনুষ্ঠানিক ভাবে এখনও কিছুই ঘোষণা করেনি ভিভো টি৩ ৫জি ফোনের দাম সম্পর্কে। লঞ্চের পর রিয়েলমি নারজো এন৬৫ ৫জি এবং রিয়েলমি সি৬৫ ৫জি ফোনের সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দেবে ভিভো টি৩ লাইট ৫জি ফোন। অনুমান করা হচ্ছে, এটি ভারতে লঞ্চ হতে চলা ভিভো সংস্থার সবচেয়ে সস্তা ৫জি ফোন হতে পারে।
ভিভো টি৩ লাইট ৫জি ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে একনজরে দেখে নিন
* এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ প্রসেসর থাকতে পারে।
* অনুমান করা হচ্ছে ৫০ মেগাপিক্সেলের এআই ফিচার যুক্ত প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে এই ফোনে। এই ক্যামেরা সেনসর সোনি সংস্থার হতে পারে।
* দুটো রঙে লঞ্চ হতে পারে ভিভোর এই ফোন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।