বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : 16 আগস্ট ভিভো তাদের টি-3 সিরিজ লঞ্চের ঘোষণা করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে নতুন Vivo T3 Pro 5G স্মার্টফোন লঞ্চের ডেট সম্পর্কে জানিয়েছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে 27 আগস্ট ভারতীয় বাজারে ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি টিজার এবং ফোনটির অন্যান্য ডিটেইলস সম্পর্কে।
ভারতে Vivo T3 Pro 5G এর লঞ্চ কনফার্ম
নীচে দেওয়া ইমেজ টিজার অনুযায়ী আগামী 27 আগস্ট নতুন Vivo T3 Pro 5G স্মার্টফোনটি লঞ্চ করা হবে।
এই Vivo T3 Pro 5G ফোনটি 27 আগস্ট দুপুর 12:00টায় লঞ্চ করা হবে।
শপিং সাইট ফ্লিপকার্টের মাইক্রোসাইটে ফোনটির পেজ আগেই লাইভ করা হয়েছে।
নতুন টিজারের মাধ্যমে ফোনটির লুক দেখা গেছে। এই টিজার অনুযায়ী ফোনটি অরেঞ্জ কালার এবং 3D কার্ভ এমোলেড ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে।
টিজারের মাধ্যমে Vivo T3 Pro 5G ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এলইডি ফ্ল্যাশ দেখা গেছে।
জানিয়ে রাখি Vivo T3 Pro 5G ফোনটি 21 আগস্ট লঞ্চ হতে চলা iQOO Z9s Pro ফোনটির রিব্র্যান্ড ভার্সন হতে পারে।
Vivo T3 Pro 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Vivo T3 Pro 5G ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট, 4,500 নিটস পীক ব্রাইটনেস এবং পাঞ্চ-হোল কাটআউট ডিজাইন সহ 3D কার্ভ এমোলেড ডিসপ্লে দেওয়া হবে।
ক্যামেরা: ফ্লিপকার্টের মাধ্যমে প্রকাশ্যে আশা টিজার অনুযায়ী ফোনটির সোনী IMX সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা গেছে। তবে এই ফোনটিতে 50MP এর Sony IMX882 লেন্স দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।
প্রসেসর: প্রকাশ্যে আশা টিজার অনুযায়ী ফোনটিতে Snapdragon চিপ দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী Snapdragon 7 Gen 3 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। এটি AnTuTu বেঞ্চমার্কে 824,000 স্কোর পেয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo T3 Pro 5G ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে বলে জানা গেছে।
অন্যান্য: ভিভো আপকামিং T3 Pro 5G ফোনটি জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং সহ লঞ্চ করা হতে পারে।
জানিয়ে রাখি ভারতীয় বাজারে Vivo T3 Pro 5G স্মার্টফোনটি 20 থেকে 25 হাজার টাকা রেঞ্জে লঞ্চ করা হতে পারে। সঠিক দাম জানার জন্য 27 আগস্ট লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।