দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে সেরা ফিচার নিয়ে বাজার কাঁপাচ্ছে Vivo T3 Pro 5G স্মার্টফোন

Vivo T3 Pro 5G

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা Vivo তাদের T3 pro 5G ফোনটি দেশের বাজারে লঞ্চ করে দিয়েছে গত আগস্টেই। ভারতের মাঝারি রেঞ্জের ফোনগুলির তালিকায় নাম থাকবে এই ফোনের। মাত্র 25,000 টাকা রেঞ্জের Vivo T3 pro ইতিমধ্যেই স্মার্টফোন ব্যবহারকারীদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে।

Vivo T3 Pro 5G

ফোনটির দুর্দান্ত ডিজাইন এবং অনবদ্য সব ফিচার দৃষ্টি আকর্ষণ করছে ক্রেতাদের। যদিও অনেকেই আবার এই ফোনটি কিনবেন কিনা তা নিয়ে যথেষ্ট দুবিধায় রয়েছেন। তাদের জন্যই আজকের প্রতিবেদন। এই 4 কারণে 25,000 টাকার রেঞ্জে Vivo T3 pro অন্যতম সেরা ফোন হয়ে উঠেছে।

দুর্দান্ত ডিসপ্লে এবং ডিজাইন
T3 proফোনটিতে ডিসপ্লে এবং ডিজাইনের দিক থেকে কোনও রকম কমতি রাখেনি Vivo। ফোনটিতে রয়েছে 6.7-ইঞ্চির একটি FHD+ AMOLED ডিসপ্লে। যা 120Hz রিফ্রেশ রেট সহ 4,500 nits উজ্জ্বলতা প্রদান করে। পাশাপাশি ডিজাইনের কথা বলতে গেলে দুর্দান্ত চামড়ার ব্যাক প্যানেলের সাথে ফোনটি প্রিমিয়াম লুকে বাজারে এসেছে। একই সঙ্গে ধুলো এবং জল থেকে বাঁচাতে রয়েছে IP64 প্রটেকশন। অতন্ত্য হালকা ওজনের এই ফোনের হ্যান্ড ফিলও দারুণ।

দুর্দান্ত পারফরম্যান্স
Vivo তাদের T3 pro ফোনটিতে Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর প্রদান করেছে। একই সাথে এই ফোনের 8GB 128GB ও 256GB দুই স্টোরেজ ভেরিয়েন্ট বাজারে বিক্রি হচ্ছে। সংস্থা জানিয়ে দিয়েছে, তাদের এই ফোন গেমিং ও এডিটিংয়ের দিক থেকে কোনও রকম ল্যাগ ছাড়াই দারুণ পারফর্ম করবে।

ভাল মানের ক্যামেরা
Vivo T3 pro স্মার্টফোনটি অসাধারণ ক্যামেরা সেট আপের সাথে বাজারে এসেছে। স্মার্টফোনটিতে রয়েছে একটি 50MP Sony IMX882 সেন্সর ও 8MP-এর একটি ultra-wide সেন্সর দ্বারা গঠিত রিয়ার ক্যামেরা সেট আপ। অন্যদিকে সেলফির জন্য ফোনটিতে দেওয়া হয়েছে একটি 16MP শক্তিশালী ক্যামেরা। রিয়ার ক্যামেরা দিয়ে লো লাইটেও দুর্দান্ত ফটো ক্যাপচার করতে সক্ষম এই ফোন।

ব্যাটারি
আগস্ট মাসে লঞ্চ হওয়া Vivo T3 pro ফোনে রয়েছে একটি বৃহৎ 5,500mAh ব্যাটারি। সাথে পাওয়া যাবে 80W ফাস্ট চার্জিং সাপোর্টও। ফোনটি মাত্র 52 মিনিটে 20 থেকে 100 শতাংশ চার্জ হয়ে যাবে বলেই দাবি সংস্থার।

নতুন ভূমি আইনে সাত ধরনের দলিল বাতিল

প্রসঙ্গত, ব্যাটারি থেকে শুরু করে পারফরম্যান্স, ফোনের রিয়ার ক্যামেরার সেট আপ সবেতেই এগিয়ে থাকলেও সেলফি ক্যামেরাটি ব্যবহারকারীদের নিরাশ করতে পারে। এখানেই শেষ নয়, ফোনটিতে Android 14 থাকা সত্বেও এর UI ততটাও স্মুথ নয়। যদিও Vivo তাদের এই ফোনে 2 বছরের Android আপগ্রেড এবং 3 বছরের সফটওয়্যার আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।