বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Vivo তার জনপ্রিয় Vivo T3x 5G ফোনের দাম আবারও কমিয়েছে। নতুন অফারের আওতায় ফ্লিপকার্টে মাত্র ১০,৯৯৯ টাকায় এই ফোনটি কেনা যাবে। এতে রয়েছে 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, এবং শক্তিশালী Snapdragon 6 Gen 1 প্রসেসর।
Vivo T3x 5G এর নতুন দাম
শুরুতে ১৩,৪৯৯ টাকা মূল্যে লঞ্চ হওয়া ফোনটির দাম একাধিকবার কমানো হয়েছে। কিছুদিন আগেই ১২,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছিল, আর এখন ফ্লিপকার্ট অফারের পর মাত্র ১০,৯৯৯ টাকায় কেনার সুযোগ রয়েছে।
স্পেসিফিকেশন
- ডিসপ্লে: 6.72-ইঞ্চি FHD+ স্ক্রিন, 120Hz রিফ্রেশ রেট
- প্রসেসর: Qualcomm Snapdragon 6 Gen 1
- ক্যামেরা: 50MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা, 8MP ফ্রন্ট ক্যামেরা
- ব্যাটারি: 6000mAh, 44W ফাস্ট চার্জিং
- স্টোরেজ: 4GB+128GB
ব্যাঙ্ক অফার ব্যবহারে Axis, SBI, HDFC ও ICICI কার্ডে আরও ছাড় পাওয়া যাবে। যদি আপনি একটি শক্তিশালী 5G ফোন খুঁজছেন, তাহলে এই অফার মিস করবেন না!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।