বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Vivo তাদের জনপ্রিয় Vivo T3x 5G ফোনের দাম আরও কমিয়ে দিচ্ছে! ২০২৫ সালের শুরুতেই এই ফোনের দাম ১,০০০ টাকা কমানো হয়েছিল, আর এবার Flipkart-এ দুর্দান্ত অফারে মাত্র ১০,৯৯৯ টাকায় কেনার সুযোগ থাকছে। দেখে নিন নতুন দাম ও স্পেসিফিকেশন!
নতুন দাম ও অফার
Vivo T3x 5G ফোনটি ₹১৩,৪৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। সম্প্রতি, ফোনটির দাম কমিয়ে ₹১২,৪৯৯ করা হয়। তবে এখন Flipkart-এ ব্যাংক অফারসহ মাত্র ₹১০,৯৯৯ টাকায় কেনার সুযোগ থাকছে। Axis, SBI, HDFC ও ICICI ব্যাংক কার্ডে অতিরিক্ত ছাড়ও পাওয়া যাবে।
প্রধান ফিচার
✔ ডিসপ্লে: 6.72-ইঞ্চি FHD+ ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট ও 1000 নিট পিক ব্রাইটনেস
✔ প্রসেসর: Qualcomm Snapdragon 6 Gen 1 অক্টা-কোর প্রসেসর
✔ ক্যামেরা: 50MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা, 8MP ফ্রন্ট ক্যামেরা
✔ ব্যাটারি: 6000mAh ব্যাটারি, 44W ফাস্ট চার্জিং সাপোর্ট
✔ স্টোরেজ: 4GB+128GB ভ্যারিয়েন্ট
এখনই কিনুন!
Vivo T3x 5G-এর এই দুর্দান্ত অফার সীমিত সময়ের জন্য, তাই দেরি না করে Flipkart-এ গিয়ে আজই অর্ডার করুন!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।