বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : এই মাসেই বাজারে আসছে ভিভোর টি সিরিজের নতুন স্মার্টফোন টি৪ ৫জি। অত্যাধুনিক প্রযুক্তি ও নতুন ফিচারের সংমিশ্রণে আসতে চলেছে এই স্মার্টফোন, যা আগের মডেলগুলোর তুলনায় আরও উন্নত হবে। স্টোরেজ ক্যাপাসিটিও আগের চেয়ে বেশি থাকবে। দামও সাধ্যের মধ্যে। শোনা যাচ্ছে, নতুন স্মার্টফোনের দাম থাকতে পারে সাধ্যের মধ্যেই।
লঞ্চের সময় যত এগিয়ে আসছে, ভিভো টি ৫জি নিয়ে নানা তথ্য সামনে আসছে। সত্যি মিথ্যে এখনও অজানা। তবে জল্পনা কল্পনার শেষ নেই। কী কী স্পেসিফিকেশন, ফিচার এবং আপগ্রেড থাকছে? এখানে রইল তারই এক ঝলক।
ব্লগ সাইট ৯১মোবাইলসের এক প্রতিবেদনে Vivo T4 5G লঞ্চ সংক্রান্ত কিছু তথ্য শেয়ার করা হয়েছে।ফোনটি কবে আসবে তাও উল্লেখ করা হয়েছে। আপাতত জানা যাচ্ছে, ভিভো টি৪ ৫জি এপ্রিল মাসে লঞ্চ হতে পারে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি।
অনুমান করা হচ্ছে, স্মার্টফোনটি ৮ জিবি র্যাম এবং ১২ জিবি র্যাম ভ্যারিয়েন্টে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ২৫৬ ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। অর্থাৎ আগের মডেলের মতোই।
স্পেসিফিকেশনের দিক থেকে দেখলে, ভিভোর আপকামিং ফোনটিতে ৬.৬৭ ইঞ্চির কোয়াড কার্ভড অ্যামোলিড ডিসপ্লে থাকতে পারে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। মিড রেঞ্জের এই স্মার্টফোন চলবে স্ন্যাপড্রাগন ৭এস জেনারেশন ৩ চিপসেটে, শক্তিশালী পারফরম্যান্স পাবেন ইউজাররা।
ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে বলে শোনা যাচ্ছে। যার মধ্যে থাকবে ৫০ মেগাপিক্সেলের আইএমএক্স ৮৮২ সেন্সরযুক্ত প্রধান ক্যামেরা ওআইএস সাপোর্টসহ, এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স। সামনের দিকে, ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে, যা উন্নত মানের ফ্রন্ট ফেসিং ফটোগ্রাফির অভিজ্ঞতা দেবে ইউজারকে।
Vivo T4 5G ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে এর ব্যাটারি লাইফ। এতে থাকতে পারে ৭৩০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও, এটি ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।
জানা গিয়েছে, এই স্মার্টফোন অ্যানড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ অপারেটিং সিস্টেমে চলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।