বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো কোম্পানি তার আপকামিং ফ্ল্যাগশিপ Vivo V50 5G ফোন ভারতে লঞ্চ করতে চলেছে। এই মিড বাজেট প্রিমিয়াম স্মার্টফোনের সাথে কোম্পানি একটি আরও নতুন মোবাইল Vivo T4x 5G ফোনও ভারতে আনার প্রস্তুতি নিচ্ছে। ভিভো টি4এক্স ফোনটি আগামী মাস অর্থাৎ মার্চে ভারতে লঞ্চ করা যেতে পারে।
Vivo T4x 5G কবে হবে লঞ্চ
মাই স্মার্ট প্রাইস এর রিপোর্ট অনুযায়ী ভিভো টি4এক্স 5জি ফোনটি 2025 এর মার্চ মাসে ভারতে লঞ্চ করা হবে। আপাতত এখনও নিশ্চিত লঞ্চ তারিখ প্রকাশ হয়নি। তবে আশা করা হচ্ছে যে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে সেল করা যেতে পারে ভিভো এর এই ফোন।
রিপোর্ট অনুযায়ী, ভিভো টি4এক্স 5জি ফোনের দাম 15 হাজার টাকার কাছাকাছি হবে। আপকামিং ফোনটি প্রোন্টো পার্পল এবং মারিন ব্লু কালার অপশনে আসতে পারে।
ভিভো টি4এক্স 5জি ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
কোম্পানির তরফে এখনও আপকামিং ভিভো টি4এক্স 5জি ফোনের কোনো স্পেসিফিকেশন জানানো হয়েনি। তবে মাই স্মার্ট প্রাইস ওয়েবসাইট অনুযায়ী ভিভো টি4এক্স ফোনে 6500mAh এর ব্যাটারি দেওয়া হবে। এত বড় ব্যাটারি সহ সিরিজের প্রথম স্মার্টফোন হবে।
পাশাপাশি, ভিভো টি3এক্স ফোনে 6000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছিল। রিপোর্ট থেকে এও জানা গেছে যে এই ফোনে ডায়নামিক লাইট ফিচারও পাওয়া যাবে, যা আলাদা আলাদা নোটিফিকেশনে আলাদা করে চমকাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।