বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Vivo T4x 5G ফোনের লঞ্চ নিয়ে নতুন খবর প্রকাশ পাচ্ছে। সম্প্রতি, এই ফোনটি ভারতীয় স্ট্যান্ডার্ড সাইটে (BIS) দেখা গেছে, যা ইঙ্গিত দেয় যে শীঘ্রই ভারতে এটি লঞ্চ হতে পারে। রিপোর্ট অনুযায়ী, এই ফোনটির দাম ভারতে ১৫,০০০ টাকার কম হতে পারে।
Vivo T4x 5G লঞ্চ টাইমলাইন
মাইস্মার্টপ্রাইস এর রিপোর্ট অনুযায়ী, ভিভো টি4এক্স ৫জি মার্চ ২০২৫ এর মধ্যে ভারতে লঞ্চ হবে। তবে সঠিক তারিখ এখনও নিশ্চিত হয়নি। এই ফোনটির সম্ভাব্য বৈশিষ্ট্য হিসেবে ৬,৫০০mAh ব্যাটারি থাকবে, যা এই সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি হতে পারে।
Realme GT 7 Pro Racing Edition: দুর্দান্ত ফিচারের অসাধারণ স্মার্টফোন
Vivo T4x 5G স্পেসিফিকেশন
এছাড়া, এটি Vivo T3x 5G ফোনের সাক্সেসর হিসেবে আসতে পারে। ভিভো টি৪এক্স ফোনটি প্রোন্টো পার্পল এবং মরিন ব্লু কালারে পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।