বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Vivo অফিসিয়ালি ভারতে তাদের T-সিরিজের নতুন স্মার্টফোন Vivo T4x 5G-এর টিজার প্রকাশ করেছে। এটি গত বছর লঞ্চ হওয়া Vivo T3x 5G-এর আপগ্রেডেড ভার্সন হতে চলেছে। সম্প্রতি ফ্লিপকার্টে প্রকাশিত টিজারের মাধ্যমে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে।
ভারতে লঞ্চ টিজার
ফোনটি বড় ব্যাটারি সহ আসবে, যদিও নির্দিষ্ট ক্যাপাসিটি উল্লেখ করা হয়নি। তবে ফ্লিপকার্টের ডিসক্লেমারে ইঙ্গিত করা হয়েছে যে, ফোনটিতে 6,500mAh ব্যাটারি থাকতে পারে।
ফোনের প্রারম্ভিক মূল্য ১৫,০০০ টাকা হতে পারে।
AI ফিচার যুক্ত থাকবে।
এটি ফ্লিপকার্ট, ভিভোর অফিসিয়াল ওয়েবসাইট ও অফলাইন স্টোরে উপলব্ধ হবে।
সম্ভাব্য স্পেসিফিকেশন
লঞ্চ: মার্চ ২০২৫ (নির্দিষ্ট তারিখ অজানা)
প্রসেসর: MediaTek Dimensity 7300 SoC (AnTuTu স্কোর: ৭,২৮,০০০)
ব্যাটারি: ৬,৫০০mAh (সম্ভাব্য)
ক্যামেরা: ক্যামেরা আইল্যান্ডের পাশে ডায়নামিক লাইট নোটিফিকেশন ফিচার থাকতে পারে।
কালার অপশন: Pronto Purple, Marine Blue
Vivo T4x 5G নিয়ে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফ্লিপকার্টের মাইক্রোসাইটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।