বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বড় ব্যাটারি ও আকর্ষণীয় ডিজাইন নিয়ে বাজারে আসছে Vivo T4x। নতুন এই বাজেট স্মার্টফোনে থাকছে 6500mAh বিশাল ব্যাটারি, যা এক চার্জেই দীর্ঘক্ষণ ব্যবহার করা যাবে। শিগগিরই লঞ্চ হতে চলা এই ফোন নিয়ে ইতিমধ্যে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে।
Vivo T4x-এর সম্ভাব্য লঞ্চ ও স্পেসিফিকেশন
একটি রিপোর্ট অনুযায়ী, Vivo T4x মার্চ মাসে বাজারে আসতে পারে। যদিও নির্দিষ্ট লঞ্চের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে জানা গেছে, এই ফোনে 6500mAh ব্যাটারি থাকছে, যা বর্তমান Vivo T3x-এর 6000mAh ব্যাটারির তুলনায় আরও বেশি শক্তিশালী।
উন্নত ডিজাইন ও নতুন ফিচার
Vivo T4x-এর ডিজাইনে বেশ কিছু আপগ্রেড আনা হয়েছে। ফোনটি Pronto Purple ও Marine Blue—এই দুই নতুন কালার অপশনে আসবে। এছাড়া, এতে একটি ডায়নামিক লাইট ফিচার থাকবে, যা নোটিফিকেশন এলার্টের সময় আলাদা ভিজ্যুয়াল ইফেক্ট তৈরি করবে। এই ফিচারটি শুধু স্টাইলিশ নয়, বরং ব্যবহারকারীদের জন্য নোটিফিকেশন চেক করাকে আরও সহজ করবে।
Vivo T4x-এর অন্যান্য ফিচার
এখনও পর্যন্ত ফোনটির অন্যান্য স্পেসিফিকেশন প্রকাশ হয়নি। তবে আশা করা যাচ্ছে, ভিভো খুব শিগগিরই অফিসিয়াল টিজার প্রকাশ করবে, যা এই ফোনের আরও ফিচার সম্পর্কে পরিষ্কার ধারণা দেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।