ভিভো লঞ্চ করলো আকর্ষণীয় ডিজাইনের নতুন স্মার্টফোন, জানুন ক্যামেরা ও দাম

ভিভো ভি ২৫ প্রো

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো ভি২৫ প্রো ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫৬ ইঞ্চির ৩ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। ভিভো ভারতীয় বাজারে লঞ্চ করেছে তাদের সর্বশেষ প্রিমিয়াম মিড রেঞ্জের স্মার্টফোন। ভিভোর তরফ থেকে বাজারে আনা হয়েছে V25 Pro Vivo V25 Pro যা, মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর দ্বারা চালিত। Vivo V25 Pro ফোনে রয়েছে কার্ভড ডিসপ্লে, কালার চেঞ্জিং ডিজাইন এবং আরও অনেক কিছু।

ভিভো ভি ২৫ প্রো

ভারতে Vivo-এর এই নতুন ফোনের দাম শুরু হচ্ছে ৩৫,৯৯৯ টাকা থেকে। Vivo V25 Pro ফোনের ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের দাম ৩৫,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ৩৯,৯৯৯ টাকা। নতুন এই স্মার্ট ফোনটি পাওয়া যাচ্ছে সেইলিং ব্লু কালার অপশনে যার রং পরিবর্তন হবে। কারণ Vivo V25 Pro ফোনের ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ফ্লুরাইট এজি গ্লাস। এ ছাড়াও পাওয়া যাচ্ছে কালো রঙের একটি ফোনও। কিন্তু, এই ফোনের রঙ পরিবর্তীত হবে না। আগস্টের ২৫ তারিখ থেকে ভারতে এই ফোনের বিক্রি শুরু হবে। এক নজরে দেখে নিন ভিভো ভি২৫ প্রো ফোনের ফিচার।

ভিভো ভি২৫ প্রো ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫৬ ইঞ্চির ৩ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। ভিভো ভি২৫ প্রো ফোনে রয়েছে ১২০ এইচজেড রিফ্রেশ রেট এবং ১৩০০ নিটস যুক্ত ব্রাইটনেস। মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ চিপসেট-সহ এই ফোনে থাকছে ১২ জিবি র্যািম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। তবে ব্যবহারকারীরা চাইলে ভিভো ভি২৫ প্রো ফোনের র্যানম আরও ৮ জিবি বাড়াতে পারে। Vivo V25 Pro ফোনে ব্যবহার করা হয়েছে ৪,৮৩০ এমএএইচ ব্যাটারি এবং ৬৬ ডাবলু ফাস্ট চার্জ।

২৩ বছর পর আবারও নতুন রূপে ফিরল নকিয়া

ভিভো ভি২৫ প্রো ফোনে ব্যবহার করা হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি শুটার, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এ ছাড়াও Vivo কোম্পানির এই নতুন ভিভো ভি২৫ প্রো ফোনে সেলফি তোলার জন্য ব্যবহার করা হয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।