বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনের জগতে বিস্ময়কর পদক্ষেপ নিল ফোন নির্মাণ কোম্পানি Vivo। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে এবার বিশ্ব বাজারে Vivo এমন একটি ফোন উন্মোচন করতে চলেছে যার ক্যামেরা দেখে রীতিমত লজ্জা পাচ্ছে DSLR-OnePlus-Samsung এর মতো কোম্পানিগুলি। সবচেয়ে কম দামে দুর্দান্ত বৈশিষ্ট্যের সাথে ফোন নির্মাণ কোম্পানি Vivo তাদের নতুন V26 5G ফোন দিয়ে গ্রাহকদের হৃদয় দখল করতে চলেছে। এক নজরে দেখে নিন, Vivo V26 5G ফোনের চোখ ধাঁধানো বৈশিষ্ট্য-
যখন একটি স্মার্টফোনের কথা আসে, তখন সবার প্রথমে গ্রাহকদের মাথায় প্রশ্ন আসে ফোনের ডিসপ্লে সম্পর্কে। Vivo তাদের নতুন ফোনটিতে 6.7 ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে ব্যবহার করেছে। যা কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষার সাথে বাজারে উপলব্ধ হবে বলে জানিয়েছে কোম্পানিটি। যদি ফোনের অপারেটিং সিস্টেমের কথা বলি, তবে Vivo তাদের নতুন ফোনটিতে Android 12 OS সিস্টেম দ্বারা অপারেট করার প্রযুক্তি দিয়েছে। তাছাড়া নতুন এই ফোনে Qualcomm Snapdragon 730 (8 Nm)-এর ফার্স্ট প্রসেসর দেখা যাবে।
যদি ফোনটির ভেরিয়েন্টের কথা বলি, তবে বর্তমানে ভারতীয় বাজারে একক মডেলে এই স্মার্ট ফোনটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে Vivo। গ্রাহকরা চাইলে 8GB RAM+128GB storage-এর সাথে ফোনটি ক্রয় করতে পারবেন। যদি দুর্দান্ত এই ফোনের ক্যামেরার কথা বলি, তবে 64 মেগাপিক্সেলের প্রধান লেন্সের পাশাপাশি 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং 2 মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা রয়েছে এতে। তাছাড়া 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও দেওয়া হয়েছে।
যদি ব্যাটারির কথা বলি, তবে Vivo তাদের চোখ ধাঁধানো এই স্মার্ট ফোনে 5500mAh ব্যাটারি দিয়েছে। যা ফাস্ট চার্জিং সমর্থন করতে সক্ষম। যদি এই ফোনটি আপনি ক্রয় করতে চান, তবে বর্তমানে ভারতীয় বাজারে 42,990 টাকা খরচ করতে হবে আপনাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।