বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো ভি২৭ সিরিজ লঞ্চ হতে চলেছে ভারতে। ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৭ প্রো এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি ভিভো ভি২৭ সিরিজ ভারতে লঞ্চ হতে পারে। আনুষ্ঠানিক লঞ্চের আগে ভিভো ভি২৭ প্রো ফোনের দাম ভারতে কত হতে পারে তার আন্দাজ পাওয়া গিয়েছে। সম্প্রতি শোনা গিয়েছে, ভিভো ভি২৭ প্রো ফোনের দাম হতে পারে ৪১,৯৯৯ টাকা। তবে এর থেকে কিছুটা কমেই হয়তো ৪০ হাজার টাকার আশপাশে বিক্রি হবে এই ফোন। জানা গিয়েছে, ভিভো ভি২৭ প্রো ফোনে থাকতে পারে একটি কার্ভড AMOLED ডিসপ্লে। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে ভিভো ভি২৭ প্রো।
ভিভো ভি২৭ প্রো ফোনে থাকতে পারে একটি ৫০ মেগাপিক্সেলের Sony IMX766 ফ্রন্ট ক্যামেরা সেনসর। ফোনের ব্যাক প্যানেলে থাকতে পারে একটি রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত ক্যামেরা সেনসর। প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসরে এই ফিচার থাকতে পারে। আরও দুটো ক্যামেরা সেনসর থাকতে পারে এই ক্যামেরা মডিউলে। সেখানে আলট্রা ওয়াইড এবং ম্যাক্রো সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। ভিভো ভি২৭ প্রো ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ চিপসেট। কালো রঙের পাশাপাশি কালার চেঞ্জিং ব্লু ভ্যারিয়েন্টে ভিভো ভি২৭ প্রো ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে।
Vivo Y56 5G: ভিভো ওয়াই৫৬ ৫জি (Vivo Y56 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। আপাতত অনলাইন এবং অফলাইন দু’ভাবেই এই ফোন কেনা যাবে। জানা গিয়েছে, ভিভো ওয়াই৫৬ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। ব্ল্যাক ইঞ্জিন এবং অরেঞ্জ শিমার- এই দুই রঙে ভিভো ওয়াই সিরিজের এই ৫জি ফোন লঞ্চ হয়েছে। ভিভো কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন কিনতে পারবেন আগ্রহীরা।
Poco C55: পোকো সি৫৫ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২১ ফেব্রুয়ারি। এর আগে শোনা গিয়েছিল, পোকো সি৫৫ ফোন আসলে রেডমি ১২সি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হবে। জানুয়ারি মাসে চিনে লঞ্চ হয়েছিল এই ফোন। রেডমি ১০সি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হয়েছিল রেডমি ১২সি ফোন। রেডমি ১০সি ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ সেনসর। রেডমির এই ফোন চিনে লঞ্চ হয়েছে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। এই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্ট খুব তাড়াতাড়ি লঞ্চ হবে বলে শোনা গিয়েছে।
দেড় লক্ষ টাকার Samsung S23 Ultra-তে 200MP ক্যামেরা, বুলেট প্রসেসরসহ যত চমক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।