বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ক্যামেরায় নতুন অভিজ্ঞতা নিয়ে বাজারে এলো ভিভোর ভি সিরিজের নতুন স্মার্টফোন ভি২৭ই। ২ এপ্রিল থেকে বাংলাদেশে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি সংবলিত এ ফোন।
সংশ্লিষ্টরা বলেছেন, পোর্ট্রেট ফটোগ্রাফিতে সক্ষম এ ফোনসেট ক্যামেরা কনটেন্ট ক্রিয়েটরসহ দেশের সব বয়সি মানুষদের নতুন অভিজ্ঞতা দেবে।
প্রফেশনাল পোর্ট্রেট এক্সপার্ট স্মার্টফোন দুটিতেই থাকছে ভিভোর নতুন আকর্ষণ-এক্সক্লুসিভ পোর্ট্রেটে এলগরিদম অরা লাইট। এ লাইট স্বয়ংক্রিয়ভাবে আলোর তীব্রতা ও স্বল্পতা অনুসন্ধান করে প্রয়োজনীয় আলোর ব্যবস্থা করতে সক্ষম। ভি২৭ই-তে রয়েছে সুপার নাইট মুড সমৃদ্ধ ৬৪ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা সেন্সিং রিয়ার ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২ মেগাপিক্সেল বোকেহ এবং ২ মেগাপিক্সেল মাইক্রোক্যামেরা। ৮ জিবি র্যামের সঙ্গে আরও ৮ জিবি এক্সটেন্ডন্ট র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের বিশাল সুবিধা দেবে ভি২৭ই।
গ্যালাক্সি এস২৪: কোয়ালকমের নতুন চিপসেট ও স্যাটেলাইটের দুর্দান্ত ফিচার!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।