বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চাইনিজ টেক কোম্পানি ভিভোর V29 সিরিজ টেক মার্কেটে সমালোচনার শীর্ষে উঠে রয়েছে। এই সিরিজের অধীনে ইতিমধ্যে ভারতে Vivo V29e ফোনটি পেশ করা হয়েছে এবং খবর পাওয়া যাচ্ছে খুব তাড়াতাড়ি ভারত সহ গ্লোবাল মার্কেটে Vivo V29 5G ফোনটি লঞ্চ করা হতে পারে।
টিপস্টার এই ফোনের লঞ্চ ডেট পর্যন্ত জানিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক এই ফোনটি কবে লঞ্চ করা হবে এবং এর স্পেসিফিকেশন কেমন হবে। আরও পড়ুন: 6 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে নতুন Nokia 5G স্মার্টফোন, দাম হতে পারে 15 হাজার টাকারও কম
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টিপস্টার পারস গুগলানি Vivo V29 ফোনের ট্রেনিং ম্যাটেরিয়াল এবং লঞ্চ ডেট ডিটেইলস শেয়ার করেছেন। Vivo V29 5G ফোনের লঞ্চ সম্পর্কে বলা হয়েছে এই ফোনটি গ্লোবাল মার্কেটে 7 সেপ্টেম্বর পেশ করা হতে পারে।
শেয়ার করা পোস্ট অনুযায়ী Vivo V29 Series সিরিজ “ট্রেন দা ট্রেনার্স” ট্যাগলাইন সহ বাজারে পেশ করা হতে পারে। জানিয়ে রাখি এই সিরিজে Vivo V29 এবং Vivo V29 Pro স্মার্টফোন পেশ করা হতে পারে বলে জানা গেছে। Vivo V29 সিরিজের অন্যতম বিশেষত্ব হিসাবে সিরিজের ফোনগুলিতে পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে অরা লাইট দেওয়া হবে।
ইমেজ স্লাইডে দেখতে পারেন ফোনের ব্যাক প্যানেলে অরা লাইট দেওয়া হয়েছে। এই সিরিজের ফোন 30,000 টাকা থেকে 40,000 টাকার রেঞ্জে লঞ্চ করা হতে পারে।
ডিসপ্লে: Vivo V29 5G ফোনটিতে 6.78 ইঞ্চির এমোলেড ডিসপ্লে আছে। এই স্ক্রিন 1.5কে রেজলিউশন, 120Hz রিফ্রেশরেট, 452 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিন DCI-P3 কালার গামুট এবং চোখের সুরক্ষার জন্য এসজিএস রেটিং দেওয়া হয়েছে।
প্রসেসর: এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G চিপসেটে কাজ করে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 642এল জিপিইউ রয়েছে। এছাড়া সুন্দর পারফরমেন্সের জন্য কোম্পানি এই ফোনে বিসি কুলিং সিস্টেম যোগ করেছে।
স্টোরেজ: এই ফোনটিতে 8GB RAM এবং 8GB virtual RAM রয়েছে। এই ফোনে 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্টেড 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার এবং 4600mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 18 মিনিটে 50% পর্যন্ত চার্জ হতে সক্ষম।
ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে। অন্যান্য: এতে ডুয়েল সিম 5জি সাপোর্ট, IP68 রেটিং, ব্লুটুথ, ওয়াইফাই, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো প্রয়োজনীয় ফিচার আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।