দুর্দান্ত ডিজাইনের সঙ্গে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা নিয়ে এল ভিভোর নতুন ফোন

ভি২৯ই

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভালো ক্যামেরা নিয়ে বাজারে আসছে ভিভোর ভি সিরিজের ফোন ভি২৯ই। এই ফোনের সেলফি ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল ও পেছনের ক্যামেরায় আছে ৬৪ মেগাপিক্সেল সেনসর। ফোনটি সোমবার ভারতের বাজারে ছাড়া হয়েছে বলে ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়।

ভি২৯ই

ভি২৯ই ফোনের ডিসপ্লেতে সেলফি ক্যামেরার জন্য হোল পাঞ্চ করা আছে। কোম্পানির দাবি, সেলফি ক্যামেরায় ‘আই অটো ফোকাস’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা ক্যামেরাকে আরও ভালো ফোকাস করতে সাহায্য করবে।

ভি২৯ই স্পেসিফিকেশন

পেছনের ক্যামেরা: ৬৪ মেগাপিক্সেল (প্রধান ক্যামেরা) ও ৮ মেগাপিক্সেল (ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা)

সেলফি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল

ক্যামেরা ফিচার: প্রোট্রেইট, মাইক্রো মুভি, প্যানো, স্লো-মো, ডাবল এক্সপোসার, ডুয়াল ভিউ, সুপারমুন ও লাইট ইফেক্ট

নেটওয়ার্ক: ৫ জি

পুরুত্ব: ৭.৫৭ এমএম

সিম: ডুয়েল সিম

ডিসপ্লে: ৬.৭৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে।

গঠন: ফোনটির পেছনে রয়েছে গ্লাস ফিনিস (কাচের তৈরি)।

রেজল্যুশন: ফুল এইচডি (২৪০০ x ১০৮০ পিক্সেল)

অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ বেস ফানটাচ ওস।

চিপসেট: কোয়ালকাম স্ন্যাপড্রাগন ৬৯৫

মেমোরি: ৮ জিবি

ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি

ব্যাটারি: ৫০০০ এমএএইচ

চার্জিং: ৪৪ ওয়াট

চার্জিং পোর্ট : টাইপ সি

রং: আর্টিস্টিক রেড (লাল) ও আর্টিস্টিক ব্লু (নীল)

ভি ২৯ই ফোনটির দাম ও রং

ভি ২৯ই ফোনটি ১২৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের দুটি ভার্সন পাওয়া যাচ্ছে। তবে দুই ভার্সনের র‍্যাম ৮ জিবি। ১২৮ জিবি ভার্সনটির দাম ২৬ হাজার ৯৯৯ রুপি ও ২৫৬ জিবি ভার্সনটির দাম ২৮ হাজার ৯৯৯ রুপি।

ফোনটি ‘আর্টিস্টিক রেড’ (লাল) ও ‘আর্টিস্টিক ব্লু’ (নীল) রঙে পাওয়া যাবে। তবে লাল রঙের ফোনটিতে ‘রং–পরিবর্তনশীল প্রযুক্তি’ ব্যবহার করা হয়েছে।

গোসলের পানিতে লবণ মিশালে যা ঘটবে আপনার শরীরে

ভারতের ভিভোর ই স্টোর, ফ্লিপকার্ট ও ভিভোর অফিশিয়াল দোকানে ফোনটি পাওয়া যাবে।