Vivo V30 5G নাকি Redmi Note 13 Pro+ 5G আপনার জন্য সেরা হবে, দাম প্রায় সমান

Vivo V30 vs Redmi Note 13 Pro+

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ৭ই মার্চ ভারতের বাজারে আত্মপ্রকাশ করে নয়া Vivo V30 সিরিজ। এই নয়া সিরিজের অধীনে মোট দুটি মডেল এসেছে, যথা – Vivo V30 এবং Vivo V30 Pro। যার মধ্যে স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ Vivo V30 এদেশে ৩৩,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যের সাথে পাওয়া যাবে। ফিচার হিসাবে এতে – ১.৫কে AMOLED ডিসপ্লে প্যানেল, সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি মিলবে।

Vivo V30 vs Redmi Note 13 Pro+

এক্ষেত্রে একই দামে এবং প্রায় অনুরূপ ফিচারের সাথে গত ৪ঠা জানুয়ারি ভারতে একটি স্মার্টফোন মুক্তি পেয়েছিল, যার নাম Redmi Note 13 Pro+। আজ আমরা সদ্য আগত Vivo V30 5G এবং দু’মাস পূর্বে লঞ্চ হওয়ার Redmi Note 13 Pro+ 5G স্মার্টফোনের দাম ও ফিচারের মধ্যে পার্থক্যগুলি নিয়ে আলোচনা করবো।

Vivo V30 vs Redmi Note 13 Pro+ : দাম
ভারতের বাজারে ভিভো ভি৩০ মোট তিনটি আকর্ষণীয় কালার বিকল্পে এসেছে, যথা – পিকক গ্রিন, আন্দামান ব্লু এবং ক্লাসিক ব্ল্যাক। এটি মোট তিনটি স্টোরেজ কনফিগারেশনের সাথে পাওয়া যাবে। যার মধ্যে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ৩৩,৯৯৯ টাকা রাখা হয়েছে। আর উচ্চতর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম থাকছে যথাক্রমে ৩৫,৯৯৯ টাকা ও ৩৭,৯৯৯ টাকা।

এদেশে রেডমি নোট ১৩ প্রো+ ৫জি স্মার্টফোন – ফিউশন পার্পল, ফিউশন ব্ল্যাক এবং ফিউশন হোয়াইট কালার বিকল্পের সাথে লঞ্চ হয়েছে। এটিও তিনটি স্টোরেজ অপশনে এসেছে। এক্ষেত্রে বেস ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম ২৯,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। আবার ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ অপশন যথাক্রমে ৩১,৯৯৯ টাকায় ও ৩৩,৯৯৯ টাকায় কেনা যাবে।

রঙ-পরিবর্তনকারী ফ্লোরাইট এজি গ্লাস প্যানেলের সাথে আসা ভিভো ভি৩০ স্মার্টফোনে রয়েছে ৬.৭৮-ইঞ্চির ১.৫কে (২৮০০×১২৬০ পিক্সেল) কার্ভড AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লে – ৪৫২ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ২৮০০ নিট পিক ব্রাইটনেস, ৮০,০০,০০০:১ কনট্রাস্ট রেশিও এবং ২১৬০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং প্রযুক্তি সাপোর্ট করে। নিরাপত্তার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ।

রেডমি নোট ১৩ প্রো+ স্মার্টফোনে ৬.৬৭-ইঞ্চির ১.৫কে (২,৭১২ x ১,২২০ পিক্সেল) AMOLED ডিসপ্লে প্যানেল দেখা যাবে। এই ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৫০,০০,০০০:১ কনট্রাস্ট রেশিও, ১,৯২০ হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি পিডাব্লিউএম ডিমিং এবং ১০০% ডিসিআই-পি৩ ওয়াইড কালার গ্যামেট সাপোর্ট করে। সিকিউরিটি ফিচার হিসাবে এতেও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

Vivo V30 vs Redmi Note 13 Pro+ : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‍্যাম, স্টোরেজ
ভিভো দ্বারা লঞ্চ করা নয়া সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর এবং অ্যাড্রেন ৭২০ জিপিইউ ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে ৮ জিবি/১২ জিবি LPDDR4X র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি UFS 2.2 রম পাওয়া যাবে। ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচওএস ১৪ কাস্টম স্কিনে রান করে।

রেডমি নোট ১৩ প্রো+ মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ আল্ট্রা চিপসেট উপস্থিত, যা মালি-জি৬১০ এমসি৪ জিপিইউ -এর সাথে যুক্ত। এটি সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। এছাড়া অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে।

Vivo V30 vs Redmi Note 13 Pro+ : ক্যামেরা সেটআপ
Vivo V30 ফোনে অরা লাইট ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮৮ অ্যাপারচার, OIS ও ১/১.৫৫-ইঞ্চি সেন্সর সাইজ সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ১১৯° ফিল্ড-অফ-ভিউ ও এফ/২.০ অ্যাপারচার যুক্ত ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৯২° ফিল্ড-অফ-ভিউ এবং এফ/২.০ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং শ্যুটার বিদ্যমান।

Redmi Note 13 Pro+ স্মার্টফোনে LED ফ্ল্যাশ সমেত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৬৫ অ্যাপারচার ও ৭পি লেন্স সহ ২০০ মেগাপিক্সেলের Samsung HP3 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এদিকে ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষ্যণীয়।

Vivo V30 vs Redmi Note 13 Pro+ : ব্যাটারি, রেটিং

ভিভো ভি৩০ স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ৮০ ওয়াট ফ্ল্যাশচার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি IP54 রেটিং প্রাপ্ত হওয়ায় ধুলো এবং জল প্রতিরোধী।

রেডমি নোট ১৩ প্রো+ ৫জি স্মার্টফোনে আছে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি। এটি জল ও ধুলো প্রতিরোধের জন্য IP68 রেটিং প্রাপ্ত।

হাজার ফুট উঁচুতে বিমানের টয়লেট কাজ করে কীভাবে?

Vivo V30 vs Redmi Note 13 Pro+ : পরিমাপ

Vivo V30 স্মার্টফোনের পরিমাপ ১৬৪.৩৬×৭৫.১×৭.৪৫ মিমি এবং ওজন ১৮৮ গ্রাম।

Redmi Note 13 Pro+ স্মার্টফোনের পরিমাপ ১৬১.৪x৭৪.২x৮.৯ মিমি এবং ওজন ১৯৯/২০৪.৫ গ্রাম।