বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো তাদের ভি সিরিজের নেক্সট জেনারেশন ফোনে কাজ করছে যা Vivo V30 সিরিজের অধীনে পেশ করা হবে। এই সিরিজে Vivo V30, Vivo V30 Pro এবং Vivo V30 Lite নামের তিনটি ফোন লঞ্চ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে এই সিরিজের লাইট মডেল অর্থাৎ Vivo V30 Lite ফোনের স্পেসিফিকেশন লিকের মাধ্যমে সামনে এসেছে।
Vivo V30 Lite এর স্পেসিফিকেশন (লিক)
RAM ও স্টোরেজ: মাই স্মার্ট প্রাইস তাদের রিপোর্টে জানিয়েছে Vivo V30 Lite ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। এই ফোনের বেস মডেলে 8GB RAM + 256GB মেমরি দেওয়া হতে পারে এবং Vivo V30 Lite এর বড় ভেরিয়েন্টে 12GB RAM + 256GB স্টোরেজ থাকবে বলে জানানো হয়েছে।
ব্যাটারি এবং চার্জিং: লিক রিপোর্ট অনুযায়ী Vivo V30 Lite ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 4,700mAh ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 44W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। তবে এই ফোনে ওয়্যারলেস চার্জিং ফিচার থাকার সম্ভাবনা নেই।
ওএস: Vivo V30 Lite ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে। এই ফোনটি ওএস আপডেট রেডি হবে বলে আশা করা হচ্ছে অর্থাৎ মার্কেটে আসার পরেই ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভার্সনে আপডেট হয়ে যাবে। এতে ফান টাচ ওএস থাকতে পারে।
কানেক্টিভিটি: Vivo V30 Lite ফোনটি 5G এর পাশাপাশি 4G LTE ফিচারও সাপোর্ট করবে। এছাড়াও কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে dual-band Wi-Fi, NFC, Bluetooth এবং USB Type-C port এর মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার থাকবে বলে লিকে জানানো হয়েছে।
Vivo V30 এর স্পেসিফিকেশন (লিক)
সম্প্রতি গীকবেঞ্চে Vivo V30 5G ফোনটি V2318 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল। এই সার্টিফিকেশন সাইট অনুযায়ী এই ফোনে 12GB RAM দেওয়া হবে।
গীকবেঞ্চে বলা হয়েছে এই ফোনে অক্টাকোর প্রসেসর থাকবে। এতে 2.63GHz 1টি প্রাইম কোর, 2.40GHz 3টি পারফরমেন্স কোর এবং 1.80GHz 4টি কোর দেখা যাবে।
Vivo V30 ফোনটি গীকবেঞ্চে অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে লিস্টেড হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 720 জিপিইউ থাকবে বলে জানা গেছে।
লিক রিপোর্ট অনুযায়ী Vivo V30 5G ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট দেওয়া হবে।
ফটোগ্রাফির জন্য এই ফোনে ওআইএস ফিচারযুক্ত 50MP রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। এছাড়া সেলফি এবং ভিদ কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।