১২ জিবি র‌্যামের সঙ্গে অস্থির সব ফিচার নিয়ে লঞ্চ হলো ভিভোর নতুন স্মার্টফোন

Vivo V30 Pro 5G

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো আজ ভারতীয় বাজারে তাদের প্রিমিয়াম স্মার্টফোন সিরিজ V30 পেশ করেছে। এই সিরিজে Vivo V30 এবং Vivo V30 Pro 5G নামের দুটি ফোন লঞ্চ করা হয়েছে। এই দুটি ফোনেই অত্যন্ত পাতলা এবং কার্ভ লুক পাওয়া যাবে। এছাড়া পারফরম্যান্সের দিকেও ব্র্যান্ড কোনো আপস করেনি।

Vivo V30 Pro 5G

ক্যামেরা সেগমেন্টের জন্য জনপ্রিয় ভিভো তাদের Vivo V30 ফোনে 50MP রিয়ার ক্যামেরা এবং 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo V30 ফোনের দাম, ক্যামেরা, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Vivo V30 এর স্পেসিফিকেশন : ডিসপ্লে: Vivo V30 ফোনে 6.78 ইঞ্চির এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রীন 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন, এইচডিআর 10 প্লাস, 120Hz রিফ্রেশ রেট এবং 2800 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: পারফরমেন্সের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট রয়েছে। হিটিং ইস্যু থেকে বাঁচার জন্য এই ফোনে অল্ট্রা স্মার্ট কুলিং সিস্টেম যোগ করা হয়েছে।

মেমরি: ডেটা স্টোর করার জন্য এই মোবাইলে 12জিবি পর্যন্ত র‍্যাম এবং 256জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও এই ডিভাইসে 12জিবি পর্যন্ত র‍্যাম এক্সপ্যানশন পাওয়া যায়, যার সাহায্যে এই ফোনে 24জিবি পর্যন্ত র‍্যাম উপভোগ করা যায়।

ক্যামেরা: Vivo V30 5G ডিভাইসে অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট এবং অরা লাইট ফিচার সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে AF এবং AI ফিচার সহ 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

কোন দেশে কত ঘণ্টা রোজা রাখতে হবে

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V30 ফোনে ব্র্যান্ড 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দিয়েছে। অপারেটিং সিস্টেম: Vivo V30 ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং ফানটাচ ওএস 14 এ কাজ করে।