বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো তাদের প্রিমিয়াম ভি40 সিরিজ ভারতীয় বাজারে লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Vivo V40 5G এবং Vivo V40 Pro 5G স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 5500mAh ব্যাটারি সহ এই সিরিজের প্রথম স্মার্টফোন। Vivo V40 স্মার্টফোনটিতে 12GB RAM, স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo V40 স্মার্টফোনটির স্পেসিফিকেশন এবং দামের ডিটেইলস সম্পর্কে।
Vivo V40 5G এর দাম এবং সেল
ভিভো তাদের নতুন V40 5G স্মার্টফোনটি তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করেছে। এই স্মার্টফোনটির 8GB RAM + 128GB ইন্তারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 39,999 টাকা রাখা হয়েছে। মিড মডেল 8GB RAM + 256GB স্টোরেজ অপশন 42,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
টপ মডেল 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 48,999 টাকা রাখা হয়েছে। Vivo V40 5G স্মার্টফোনটি লোটাস পার্পল, গাঙ্গেস ব্লু এবং টাইটেনিয়াম গ্রে কালার অপশনে পেশ করা হয়েছে। এই ফোনটি আগামী 19 আগস্ট থেকে শপিং সাইট ফ্লিপকার্ট, কোম্পানি ওয়েবসাইট এবং অন্যান্য রিটেইল আউটলেটে সেল শুরু হবে।
কোম্পানির পক্ষ থেকে লঞ্চ অফার হিসেবে এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের মাধ্যমে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।
Vivo V40 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Vivo V40 5G স্মার্টফোনটিতে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5K এমোলেড কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 4500 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লে অসাধারণ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য Vivo V40 5G স্মার্টফোনটি 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.63 GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট সহ লঞ্চ করা হয়েছে। অর্থাৎ অত্যন্ত স্মুথভাবে ডেইলি টাস্ক থেকে শুরু করে হেভি গেমিং পর্যন্ত উপভোগ করা যাবে। গ্রাফিক্সের জন্য এই ফোনটিতে Adreno 720 জিপিইউ দেওয়া হয়েছে।
স্টোরেজ: Vivo V40 5G ফোনটি 12GB পর্যন্ত LPDDR4X RAM এবং 512GB পর্যন্ত UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে এই ফোনে ভার্চুয়াল RAM যোগ করা হয়েছে, যার সাহায্যে ফোনটির RAM বাড়ানো যাবে।
ক্যামেরা: Vivo V40 স্মার্টফোনটিতে অরা লাইট ফিচারযুক্ত ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড Zeiss লেন্স রয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V40 5G ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য: Vivo V40 5G স্মার্টফোনটি জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং, ওয়াই-ফাই 5, ব্লুটুথ 5.4, এনএফসি, সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, ডুয়েল 5জি, 4জি LTE কানেক্টিভিটি মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।
ওএস: Vivo V40 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ফ্যান টাচ ওএস 14 সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে 3 বছরের ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।