বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো এই বছরের শুরুতে Vivo V30 সিরিজের অধীনে V30 এবং V30 Pro স্মার্টফোন পেশ করেছিল। এবার তাদের ভি-সিরিজের সংখ্যা বাড়িয়ে V40 এবং V40 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। এই V40 সিরিজের Vivo V40 Pro স্মার্টফোনটিতে MediaTek Dimensity 9200+ চিপসেট, 5,500mAh ব্যাটারি এবং ZEISS-পাওয়ার্ড ক্যামেরা দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo V40 Pro স্মার্টফোনটির দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Vivo V40 Pro এর দাম এবং সেল
* Vivo V40 Pro স্মার্টফোনটি ভারতীয় বাজারের দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে।
* এই ফোনটির 8GB RAM +256GB স্টোরেজের দাম 49,999 টাকা রাখা হয়েছে।
* এই ফোনটির 12GB RAM +512GB স্টোরেজ অপশন 55,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
* Vivo V40 Pro স্মার্টফোনটি লোটাস ফিনিশ সহ তিনটি কালার অপশনে পেশ করা হয়েছে।
Vivo V40 Pro এর ডিজাইন
এই ফোনটির সামনে এবং পিছন উভয় দিকেই গ্লাস এবং কার্ভ এজ, রাউন্ড ফ্রেম যোগ করা হয়েছে। যার ফলে এই ফোনে কোনো সমস্যা ছাড়াই এই ফোনটি হাতে ধরা এবং ব্যাবহার করা যায়। ফোনটির ব্যাক প্যানেলে ঢেউয়ের মতো প্যাটার্ন রয়েছে। V40 Pro ফোনটির ক্যামেরা মডিউল কিছুটা বেশিই গোলাকার।
রাষ্ট্র সংস্কারের পর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সার্বিক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান
ভিভো এটির নাম রেখেছে ইনফিনিটি আই ক্যামেরা মডিউল ডিজাইন। এটি পেন্ডুলাম আকারের এবং এতে ওপরের দিকে গোলাকার মডিউলে দুটি ক্যামেরা অবস্থিত এবং এর নিচে ক্যামেরা সেটআপের তৃতীয় সেন্সর ও অরা এলইডি রিং দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।