বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো ক্রমাগত তাদের ভি40 সিরিজের সংখ্যা বাড়িয়ে চলেছে। এই সিরিজের অধীনে গ্লোবাল বাজারে Vivo V40 SE 4G স্মার্টফোন Czech Republic এ লঞ্চ করা হয়েছে। জানিয়ে রাখি এর আগে ফোনটি 5G ফিচার সহ পেশ করা হয়েছিল।
এবার আগের চেয়ে কম দামে 4জি লঞ্চ করা হয়েছে। এই নতুন স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট সহ এমোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ক্যামেরা, ভার্চুয়াল ফিচারযুক্ত 16GB পর্যন্ত RAM, 80ওয়াট ফাস্ট চার্জিং এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম এবং সমস্ত ফিচার সম্পর্কে।
ডিসপ্লে: Vivo V40 SE 4G স্মার্টফোনে ফুল HD+ রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির E4 এমোলেড ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট এবং 1800 নিটস ব্রাইটনেস সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনের সুরক্ষার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
চিপসেট: Vivo V40 SE 4G স্মার্টফোনে স্ন্যাপড্রাগন 685 চিপসেট দেওয়া হয়েছে।
স্টোরেজ: এই স্মার্টফোনে 8 জিবি এলপীডীডীআর4এক্স RAM, 128 জিবি + 256 জিবি ইউএফএস 2.2 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। একইসঙ্গে এই ফোনে 8জিবি পর্যন্ত ভার্চুয়াল RAM এবং মাইক্রোএসডি কার্ড স্লট যোগ করা হয়েছে।
ক্যামেরা: সেলফি জন্য Vivo V40 SE 4G স্মার্টফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেল বোকে ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: Vivo V40 SE 4G স্মার্টফোনে 80W রেপিড চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
ওএস: Vivo V40 SE 4G স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 এবং ফ্যানটাচ ওএস 14 সহ লঞ্চ করা হয়েছে।
অন্যান্য: এই ফোনে ডুয়াল সিম, 4G VoLTE, 2.4GHz–5GHz ওয়াই-ফাই , ব্লুটুথ 5.0, GPS, NFC এবং USB-C পোর্ট সহ জল এবং ধূলো থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং এর মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।
ওজন এবং ডায়মেনশন: এই ফোনের ডায়মেনশন 163.17 x 75.81 x 7.79 মিমি এবং ওজন 186 গ্রাম। অন্যদিকে ভেগন লেদার পার্পল এডিশন 7.99 মিমি এবং 191 গ্রাম।
Vivo V40 SE 4G এর দাম : Vivo V40 SE 4G স্মার্টফোন দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেল 8জিবি RAM+128 স্টোরেজ 4,999 CZK অর্থাৎ প্রায় 17,500 টাকা রাখা হয়েছে। অন্যদিকে 256জিবি টপ মডেলের দাম সম্পর্কে জানা যায়নি। Vivo V40 SE 4G স্মার্টফোনটি ক্রিস্টল ব্ল্যাক এবং লেদার পার্পল এর মতো দুটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।