বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো গত মাসে টেক মার্কেটে তাদের ‘ভি40’ সিরিজের অধীনে Vivo V40 SE 5G ফোন লঞ্চ করেছিল। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের লুক ও ডিজাইন সহ গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন টিজ করেছিল। তবে এবার ভিভো তাদের এই স্মার্টফোনটি অফিসিয়ালি লঞ্চ করল। এই ফোনটি Qualcomm Snapdragon 4 Gen 2 ফিচার সহ পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo V40 SE 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Vivo V40 SE 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Vivo V40 SE 5G ফোনে 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন এবং 6.67 ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে আল্ট্রা বিজন এমোলেড প্যানেল ডিসপ্লে যা 120হার্টজ রিফ্রেশ রেট সহ 1800নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: Vivo V40 SE 5G ফোনে অ্যান্ড্রয়েড 14 এবং ফ্যান টাচ ওএস সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 অক্টাকোর প্রসেসর সহ 2.2 গীগাহার্টজ ক্লক স্পীডে কাজ করে।
মেমরি: গ্লোবাল বাজারে Vivo V40 SE 5G ফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 8GB এক্সন্টেড RAM এবং ফিজিক্যাল RAM সহ 16GB RAM দেওয়া হয়েছে। এই ফোনে 256জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সহযোগিতায় 1টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোন ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপচারযুক্ত 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর যোগ করা হয়েছে।
ফ্রন্ট ক্যামেরা: সেলফি তোলা এবং রিলস বানানোর জন্য Vivo V40 SE 5G ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। এই ফোন এফ/2.0 অ্যাপচারযুক্ত সেন্সর রয়েছে, এতে নাইট, পোর্টেট ও লাইভ ফটো মোড সহ ডুয়াল ভিউ ফিচার যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V40 SE 5G ফোনে 5,000এমএএচ ব্যাটারি দেওয়া হয়েছে। দ্রুত চার্জিঙের জন্য এই ফোনে 44ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানি বক্তব্য অনুযায়ী এই ফোনটি 24 মিনিটে 50% পর্যন্ত চার্জ হবে এবং 16.6 ঘণ্টা ধরে YouTube Streaming করা যাবে।
Vivo V40 SE 5G ফোনটি ইউরোপে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ সহ সিঙ্গেল মেমরি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনের দাম €299 অর্থাৎ প্রায় 25,900 টাকা রাখা হয়েছে। ইউরোপে এই ভিভো স্মার্টফোনটি Crystal Black এবং Leather Purple এই দুটি কালার অপশনে সেল করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।