বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ভারতে 34,999 টাকা প্রাথমিক দামে Vivo V50 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই ফোনে 6000mAh Battery, 50MP Selfie ক্যামেরা এবং Snapdragon 7 Gen 3 প্রসেসর যোগ করা হয়েছে। Vivo V50 5G ফোনের সেল শুরু হওয়ার আগেই কোম্পানির পক্ষ থেকে তাদের Vivo V40e 5G ফোনের দামে 2,500 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই অফারের ডিটেইলস এবং ফোনটির দাম সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।
Vivo V40e ফোনের অফার
Vivo V40e ফোনের 8GB RAM + 256GB Storage ভেরিয়েন্ট 30,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
শপিং সাইট আমাজনে বর্তমানে 8GB RAM সহ এই 5G ফোনের দামে 2,500 টাকা ছাড় দেওয়া হচ্ছে।
এর ফলে এই 5G Vivo ফোনটি মাত্র 28,499 টাকার বিনিময়ে কেনা যাবে।
₹2,500 ডিসকাউন্ট পাওয়ার জন্য কোনো ব্যাঙ্ক কার্ডের প্রয়োজন নেই, ফলে যে কোনো গ্রাহক কম দামে এই ফোনটি কিনতে পারবেন।
Vivo V40e ফোনটি কেনার সময় HDFC, IDFC First, BOB, Federal বা HSBC ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI করলে 1,000 টাকা এক্সট্রা ডিসকাউন্ট পাওয়া যাবে।
ব্যাঙ্ক অফার সহ Vivo V40e ফোনের 256GB Storage ভেরিয়েন্টের দাম পড়বে মাত্র 27,499 টাকা।
Vivo V40e ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: Vivo V40e স্মার্টফোনটি 6.77 ইঞ্চির বড়ো 3D কার্ভ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 1.07 বিলিয়ন ট্রু কালার, 2392 x 1080 পিক্সেল রেজোলিউশন, 93.3 শতাংশ স্ক্রিন ট্রু বডি রেশিও, 8,000,000:1 কন্ট্রাস্ট রেশিও, P3 কালার গামুট, এইচডিআর 10 প্লাস সাপোর্ট রয়েছে। একইসঙ্গে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে এসজিএস লো ব্লু লাইট সার্টিফিকেশন দেওয়া হয়েছে। এর মাধ্যমে ইউজারদের ব্লু লাইট থেকে চোখ সুরক্ষিত থাকবে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য Vivo V40e স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 প্রসেসর দেওয়া হয়েছে। অর্থাৎ হেভি গেমিঙের ক্ষেত্রেও ভালো পারফরমেন্স পাওয়া যাবে।
স্টোরেজ: Vivo V40e স্মার্টফোনটি দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এতে 8GB RAM +128GB স্টোরেজ এবং 8GB RAM +256GB স্টোরেজ রয়েছে। একইসঙ্গে 8GB এক্সন্টেটেড RAM এর সহযোগিতায় 16GB পর্যন্ত স্টোরেজ পারফরমেন্স পাওয়া যাবে।
ক্যামেরা: Vivo V40e স্মার্টফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে LED এবং অরা লাইট দেওয়া হয়েছে। এই রেয়ার ক্যামেরা সেটআপে OIS + EIS সহ 50 মেগাপিক্সেল সোনি প্রফেশনাল নাইট পোর্ট্রেট ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। এতে AI পোর্ট্রেট স্যুট, AI ইরেজার এবং AI ফটো এনহ্যান্সার সহ আল্ট্রা-স্টেবল 4K ভিডিও সুবিধা দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেল আই AF গ্রুপ সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। বিশেষত্ব হল ফোনটিতে অরা লাইটের সাহায্যে রাতে ফটোগ্রাফির ক্ষেত্রে দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যাবে।
ব্যাটারি: কোম্পানির বক্তব্য অনুযায়ী vivo V40e ফোনটি এই সিরিজের সবচেয়ে পাতলা স্মার্টফোন। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 80ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি প্রায় 98 ঘন্টা মিউজিক প্লেব্যাক টাইম উপভোগ করা যাবে।
অন্যান্য: vivo V40e স্মার্টফোনটিতে ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম, 5G, 4G, ওয়াইফাই, ব্লুটুথ 5.4 মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।
ওএস: V40e স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ফান টাচ ওএস 14 অপারেটিং সিস্টেম সহ কাজ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।