বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Vivo X200 সিরিজের পর এবার কোম্পানি তার জনপ্রিয় V-Series-এর নতুন স্মার্টফোন আনতে চলেছে। সম্প্রতি ফাঁস হওয়া একটি প্রমোশনাল পোস্টার থেকে জানা গেছে যে Vivo V50 5G ভারতে 18 ফেব্রুয়ারি লঞ্চ হতে পারে। যদিও সংস্থা আনুষ্ঠানিকভাবে লঞ্চ ডেট নিশ্চিত করেনি, তবে লিকের উপর ভিত্তি করে এই তথ্য উঠে এসেছে।
HIGHLIGHTS
- 18 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে পারে Vivo V50 5G।
- ফোনটিতে থাকতে পারে 6.7-ইঞ্চি কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে।
- 6000mAh ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং সাপোর্ট।
- Snapdragon 7 Gen 3 চিপসেট ও 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা।
Vivo V50 5G-এর ডিজাইন ও ডিসপ্লে
লিক হওয়া তথ্য অনুযায়ী, Vivo V50 5G ফোনে থাকবে কার্ভড-এজ ডিসপ্লে ও পাঞ্চ-হোল ক্যামেরা। ডিভাইসটি রোজ গোল্ড কালার ভেরিয়েন্টে আসতে পারে এবং এর স্লিম ফ্রেম ডিজাইনকে আরও প্রিমিয়াম লুক দেবে।
Vivo V50 5G-এর স্পেসিফিকেশন
নতুন Vivo V50 5G ফোনে ব্যবহার করা হবে 6.7-ইঞ্চি কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে Snapdragon 7 Gen 3 চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি Funtouch OS ভিত্তিক Android 15-এ চলবে।
- 50MP প্রাইমারি সেন্সর
- 50MP সেকেন্ডারি সেন্সর
ব্যাটারি ও চার্জিং:
- 6000mAh ব্যাটারি
- 90W ফাস্ট চার্জিং সাপোর্ট
দাম কত হবে?
টিপস্টার অভিষেক যাদব-এর মতে, Vivo V50 5G-এর বেস মডেলের দাম 37,999 টাকা হতে পারে। তবে অন্যান্য ভ্যারিয়েন্টের দাম 40,000 টাকার মধ্যে থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।