বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : Vivo আগামী 10 এপ্রিল ভারতে তাদের নতুন V50 সিরিজের ফোন Vivo V50e 5G লঞ্চ করতে চলেছে। এটি হবে সিরিজের দ্বিতীয় মডেল, যা ফেব্রুয়ারিতে লঞ্চ হওয়া V50-র পরে আসছে। ইউজাররা এই ফোনের লঞ্চ ইভেন্ট লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখতে পারবেন। নতুন Vivo V50e 5G ফোনে আধুনিক ফিচার ও শক্তিশালী স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে।
Vivo V50e এর ভারতীয় লঞ্চ
10 এপ্রিল Vivo V50e স্মার্টফোনটি ভারতে লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই দিন দুপুর 12টা সময়ে ফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস জানানো হবে। ফোনটির লঞ্চ ইভেন্ট স্ট্রিমিঙের মাধ্যমে দেশ জুড়ে ইউজাররা দেখতে পারবেন। ভিভো ইন্ডিয়া ওয়েবসাইট সহ কোম্পানির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লঞ্চ লাইভ দেখানো হবে। অন্যদিকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ফোনের দামের ঘোষণা দেখা যাবে। Vivo V50e ফোনের ইন্ডিয়া লঞ্চ লাইভ দেখার জন্য নীচে দেওয়া ভিডিওতে ক্লিক করুন। এই ইভেন্টের মঞ্চ থেকে ফোনের দাম সহ সেল ডিটেইলস সম্পর্কে জানা যাবে।
Vivo V50e এর দাম (লিক)
ভিভো V50e 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। সম্প্রতি প্রকাশ্যে আসা লিকের মাধ্যমে এই 5G ফোনের সম্ভাব্য দাম জানা গেছে। লিক অনুযায়ী আপকামিং ভিভো 5G ফোন ভারতে 8GB RAM সহ লঞ্চ করা হবে। ফোনের 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 28,999 টাকা এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 30,999 টাকা হতে পারে। তবে সঠিক দাম জানার জন্য 10 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
Vivo V50e এর ক্যামেরা
Vivo V50e ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হতে চলেছে। এই ফোনটি দুর্দান্ত ফটোগ্রাফি এবং কোম্পানির পক্ষ থেকে #PortraitSoPro হ্যাশট্যাগ সহ প্রোমোট করা হচ্ছে। ভিভোর বক্তব্য অনুযায়ী Vivo V50e ফোনে 50MP Eye-AF Group Selfie ক্যামেরা সাপোর্ট করবে। ফোনের ফ্রন্ট ক্যামেরা মাধ্যমে অসাধারণ আল্ট্রা এইচডি ছবি তোলা যাবে এবং এতে অ্যান্টি-ডিস্টরশন সেলফি ফিচারও থাকবে। V50e ফোনের সেলফি ক্যামেরার সাহায্যে 4K ভিডিও রেকর্ড করা যাবে।
আপকামিং ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 1X, 1.5X এবং 2X জুম পোর্ট্রেট শট সাপোর্টেড Sony Portrait লেন্স থাকবে। এই Vivo 5G ফোনে একটি বিশেষ Wedding Portrait Studio ফিচার দেওয়া হয়েছে, এর মাধ্যমে বিয়ের ফ্রেম সহ বিয়ের স্টাইলের পোর্ট্রেট ক্যাপচার করা যাবে। ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা মডিউলে Aura Light থাকবে। একইসঙ্গে ফোনে তোলা ছবিগুলিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) মাধ্যমে এডিট করা যাবে।
অন্যান্য ডিটেইলস
জানিয়ে রাখি আপকামিং Vivo V50e 5G ফোনে 6.5 ইঞ্চির বেশি পাঞ্চ-হোল স্টাইলের Ultra-Slim Quad Curved ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি একটি ওয়াটারপ্রুফ 5জি ফোন, কারণ এতে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP68 এবং IP69 রেটিং থাকবে। অন্যদিকে Vivo V50e ফোনটি ভেজা বা তৈলাক্ত হাতেও ব্যাবহার করা যাবে। Vivo এর বক্তব্য অনুযায়ী আপকামিং 5জি ফোনটি ভারতে Sapphire Blue এবং Pearl White মতো কালার অপশনে সেল করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।