Vivo খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে তাদের নতুন V60 সিরিজের স্মার্টফোন। এই সিরিজের অধীনে Vivo V60 Lite 5G ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এবার NCC সার্টিফিকেশনে ফোনটির লাইভ ইমেজ এবং ব্যাটারি-চার্জিং সম্পর্কিত তথ্য প্রকাশ্যে এসেছে। ফলে ধারণা করা হচ্ছে, খুব শীঘ্রই Vivo এই ফোনটি বাজারে নিয়ে আসবে।
Vivo V60 Lite 5G: নেটওয়ার্ক ও কানেক্টিভিটি
NCC লিস্টিং অনুযায়ী ফোনটি V2529 মডেল নাম্বার সহ প্রকাশ্যে এসেছে। এতে 2G/3G/4G/5G নেটওয়ার্ক সাপোর্ট থাকবে। এছাড়া ফোনটিতে ডুয়েল ব্যান্ড WiFi (2.4GHz + 5GHz), Bluetooth (BR + EDR + LE) এবং NFC কানেক্টিভিটি পাওয়া যাবে। চার্জার, ব্যাটারি (BA93) এবং চার্জিং কেবল (BK-C-53) সহ ফোনটি ডেটাবেসে লিস্টেড হয়েছে।
Vivo V60 Lite 5G: ডিজাইন ও লাইভ ইমেজ
ফোনটির ডিজাইন বক্সি ফার্ম ফ্যাক্টর সহ, রাউন্ডেড কর্নার এবং ফ্ল্যাট ডিসপ্লে নিয়ে আসছে। ডিসপ্লের মাঝখানে থাকবে পাঞ্চ-হোল ডিজাইন। ব্যাক প্যানেলের উপরের বাঁদিকে একটি ভার্টিক্যাল পিল-শেপ ক্যামেরা মডিউল থাকবে, যাতে ডুয়েল ক্যামেরা সেন্সর ও রিং LED ফ্ল্যাশ থাকবে। পিঙ্ক কালার অপশনে ফোনটির ইমেজ সামনে এসেছে।
Vivo V60 Lite 5G: পোর্ট ও বাটন প্লেসমেন্ট
ফোনটির নিচে সিম ট্রে, মাইক্রোফোন, USB Type-C পোর্ট ও স্পিকার গ্রিল দেখা গেছে। ডানদিকে থাকবে পাওয়ার বাটন ও ভলিউম রকার। এছাড়া উপরের দিকে একটি এক্সট্রা স্পিকার এবং মাইক্রোফোন যুক্ত করা হয়েছে।
Vivo V60 Lite 5G: ব্যাটারি ও চার্জিং
সবচেয়ে বড় আপডেট হল এর চার্জিং ফিচার। ফোনটিতে থাকবে 6500mAh (রেটেড 6380mAh) ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং সাপোর্ট। সাথে থাকবে USB Type-A থেকে Type-C কেবল।
Vivo V60 Lite 5G: পারফরম্যান্স
গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী ফোনটিতে থাকবে MediaTek Dimensity 7300 প্রসেসর, GPU হিসেবে ARM Mali-G615 MC2, 8GB RAM এবং Android 15 অপারেটিং সিস্টেম।
Vivo V60 Lite 5G: সম্ভাব্য দাম ও প্রতিযোগিতা
এই ফোনটি মিড বাজেট রেঞ্জে লঞ্চ হতে পারে এবং গ্লোবাল মার্কেটে এর দাম প্রায় 30,000 টাকা হতে পারে। প্রাইস রেঞ্জে এটি OnePlus Nord CE 5 5G, iQOO Z10 এবং Samsung Galaxy A55 5G-এর সঙ্গে প্রতিযোগিতা করবে। ফোনটির মূল আকর্ষণ বড় ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং সাপোর্ট।
যারা বড় ব্যাটারি ও দ্রুত চার্জিং সুবিধা চান, তাদের জন্য Vivo V60 Lite 5G হতে পারে একটি দুর্দান্ত অপশন। তবে লঞ্চের আগে আরও অফিসিয়াল তথ্য প্রকাশের অপেক্ষা করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।