বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি সময়ে ফোল্ডেবল বা ভাঁজযোগ্য স্মার্টফোন নিয়ে এসেছে বেশ কয়েকটি স্মার্টফোন বিক্রেতা কোম্পানি। এ তালিকায় এবার যুক্ত হয়েছে ভিভো। সম্প্রতি ভিভো এক্স ফোল্ড নামে একটি ফোল্ডেবল ফোন এনেছে চীনা স্মার্টফোন নির্মাতা জায়ান্টটি। এছাড়া প্রথমবারের মতো ট্যাবলেট প্যাডও নিয়ে এসেছে ভিভো।
সম্প্রতি চীনে একসঙ্গে বেশ কয়েকটি ডিভাইস উন্মোচন করে প্রতিষ্ঠানটি। বিশ্ববাজারে অনেকগুলো পণ্য এখন থেকেই পাওয়া গেলেও বাংলাদেশে এ ডিভাইসগুলো কবে পাওয়া যাবে তা এখনো জানায়নি তারা।
চীনা কোম্পানিটি জানায়, ভিভো এক্স ফোল্ড বিশ্বের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, যাতে থ্রিডি আল্ট্রাসনিক ডুয়াল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। স্মার্টফোনটির দুটি পর্দাতেই এ সেন্সর কাজ করবে। এ সেন্সর শতভাগ থ্রিডি তথ্য শনাক্তকরণে সহায়তা করে এবং গতানুগতিক আনলক সিস্টেম থেকে শতকরা ৩৯ ভাগ বেশি দ্রুত আনলক করে এই থ্রিডি আল্ট্রাসনিক সেন্সর।
ভিভো এক্স সিরিজের অন্য স্মার্টফোনগুলোর মতো এ স্মার্টফোনেও থাকবে জেইসের ক্যামেরা প্রযুক্তি। গেমাররা যেন নিশ্চিন্তে বিভিন্ন গেম খেলতে পারে, সেজন্য প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮-জেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।