বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো তাদের আপকামিং ফোল্ডেবল স্মার্টফোন সিরিজ এক্স ফোল্ড 3 লঞ্চ করার জন্য প্রস্তুত। আগামী 26 মার্চ Vivo X Fold 3 টেক মঞ্চে পেশ করতে চলেছে। এই ফোনটির সাথে Vivo X Fold 3 Pro ফোনটিও বাজারে আসবে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি সবার প্রথম এই ফোনগুলি হোম মার্কেট চীনে লঞ্চ করা হবে। এরপর অন্যান্য বাজারেও ফোনগুলি পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে।
Vivo X Fold 3 সিরিজের লঞ্চ ডেট
মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে এবং কোম্পানির ওয়েবসাইটে Vivo X Fold 3 সিরিজের লঞ্চ কনফার্ম করা হয়েছে। Vivo X Fold 3 সিরিজের ভ্যানিলা মডেল Vivo X Fold 3 ফোনটি 26 মার্চ লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত Vivo X Fold 3 Pro ফোনটির লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি,তবে এই স্মার্টফোনটিও একই দিনে পেশ করা হতে পারে। চীনের স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা 7:00টায় এই ফোনটি লঞ্চ করা হবে।
Vivo X Fold 3 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিজাইন: ভিভো এক্স ফোল্ড 3 সিরিজে ফোনটি আগের থেকে যথেষ্ট হাল্কা এবং পাতলা হবে বলে আশা করা হচ্ছে। এর সঙ্গে জল ও ধুলো থেকে বাঁচানোর জন্য IPX8 রেটিং দেওয়া হবে।
ডিসপ্লে: এক্স ফোল্ড 3 সিরিজে 2K রেজোলিউশন সাপোর্টেড 8.03 ইঞ্চির স্ক্রিন দেওয়া হতে পারে। স্যামসাং E7 AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 3,000 নিটস ব্রাইটনেস এবং ডুয়াল আলট্রা সনিক ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার সাপোর্ট করবে। এর বাইরের দিকে 6.53-ইঞ্চির কভার স্ক্রিন থাকতে পারে।
প্রসেসর: এক্স ফোল্ড 3 প্রো ফোনটি স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট সহ প্রথম ফোল্ডেবল স্মার্টফোন হতে পারে। অন্যদিকে এক্স ফোল্ড 3 ফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট ব্যবহার করা হতে পারে।
স্টোরেজ: এই সিরিজে 24জিবি পর্যন্ত RAM এবং 2টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে।
ক্যামেরা: এক্স ফোল্ড 3 ও এক্স ফোল্ড 3 প্রো ফোনগুলিতে 50MP প্রাইমারি, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ 64MP পেরিস্কোপ ক্যামেরা দেওয়া হতে পারে। সবকটি লেন্সে OIS সাপোর্ট থাকতে পারে। ফোনগুলিতে V3 ইমেজিং চিপ যোগ করা হতে পারে।
ব্যাটারি: এই সিরিজের দুটি ফোনেই 5500mAh এর ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনগুলি চার্জ করার জন্য 120W ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট সহ 50W ওয়্যারলেস ফ্ল্যাশ চার্জিং দেওয়া হতে পারে।
ওএস: Vivo X Fold 3 ও Vivo X Fold 3 Pro ফোন দুটি অ্যান্ড্রয়েড 14 এবং অরিজিন ওএস 4 এ কাজ করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।